বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) আসন্ন। চলতি মার্চ মাস থেকেই দলের হয়ে প্রচার শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ মার্চ কৃষ্ণনগরে সভা রয়েছে তাঁর। মঙ্গলবারই জানা গিয়েছে সেকথা। সেই সঙ্গেই প্রকাশ্যে এসেছে জোড়াফুল শিবিরের তারকা প্রচারকদের (TMC Star Campaigner List) নাম। নবীন-প্রবীণ ভারসাম্য বজায় রেখে প্রচারকদের তালিকা তৈরি করেছে তৃণমূল। মোট ৪০ জনের এই তালিকায় যেমন একাধিক নতুন নাম দেখা গিয়েছে, তেমনই বাদ পড়েছে বেশ কিছু পুরনো, পরিচিত নাম। তৃণমূলের পাশাপাশি এদিন বিজেপিও ৪০ জন তারকা প্রচারকের (BJP Star Campaigner List) নাম প্রকাশ করেছে।
তৃণমূলের (TMC) তালিকায় স্থান করে নিয়েছেন দলের একাধিক পোড় খাওয়া রাজনীতিক, সাংসদ এবং বিধারক। তবে বাদ পড়েছে গতবারের দুই সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানের নাম। বয়সজনিত কারণে নেই আসানসোলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার নাম। তবে চমকপ্রদভাবে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের নাম রাখা হয়নি এই লিস্টে।
জোড়াফুল শিবিরের (Trinamool Congress) তারকা প্রচারকের লিস্টে নাম রয়েছে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, মানস ভুঁইয়া, শোভনদেব চট্টোপাধ্যায়, শশী পাঁজাদের। এছাড়া চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট পাওয়া দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়ের নামও রয়েছে লিস্টে। ইউসুফ পাঠান, দেবাংশু ভট্টাচার্য, সায়নী ঘোষ, জুন মালিয়ারাও নিজেদের কেন্দ্রের বাইরে গিয়ে দলের হয়ে প্রচার করবেন।
আরও পড়ুনঃ মমতাকে ‘বাপ’ তুলে আক্রমণ! ভোটের আগেই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের! ঘুম উড়ল দিলীপের
তৃণমূলের একাধিক বিধায়কের নামও রয়েছে তারকা প্রচারকের লিস্টে। রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সিদের নাম রয়েছে ৪০ জনের লিস্টে। এছাড়া লোকসভা ভোটের টিকিট না পেয়ে ‘অভিমানী’ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও রাখা হয়েছে তারকা প্রচারকের তালিকায়। এছাড়া রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, কুণাল ঘোষ, জয়প্রকাশ মজুমদার, মমতা ঠাকুরকেও জোড়াফুল শিবিরের তারকা প্রচারকের ভূমিকায় দেখা যাবে।
অপরদিকে বিজেপির (BJP) তারকা প্রচারকের লিস্টেও রয়েছে একাধিক চমক। নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা, রাজনাথ সিংয়ের মতো গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতাদের নাম রয়েছে সেই তালিকায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নামও রয়েছে বাংলার তারকা প্রচারকের লিস্টে।
রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, শান্তনু ঠাকুর প্রমুখের নাম আছে। রুদ্রনীল ঘোষকে টিকিট না দিলেও তারকা প্রচারকের ‘দায়িত্ব’ দিয়েছে বিজেপি। এছাড়া স্মৃতি ইরানি, মিঠুন চক্রবর্তী, নিশীথ প্রামাণিক, রাহুল সিনহার নামও রয়েছে গেরুয়া শিবিরের তারকা প্রচারকের তালিকায়।