বাংলা হান্ট ডেস্কঃ আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘দিল্লি দখলের লড়াই’। তার ঠিক দু’দিন আগে, বুধবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (TMC Manifesto)। আজ তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য।
আজ নির্বাচনী ইস্তেহার (Manifesto) প্রকাশের সময় অমিত মিত্র বলেন, ইন্ডিয়া জোটের সঙ্গে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) কেন্দ্রীয় সরকার তৈরি করা মাত্র ইস্তেহারে উল্লিখিত প্রতিশ্রুতিগুলি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। পাশাপাশি এও বলেন, তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতিগুলি রয়েছে সেগুলি আদতে ‘দিদির শপথ’। দেশবাসীকে তিনি যা যা প্রতিশ্রুতি দেবেন, সেগুলি পূরণ করতে অঙ্গীকারবদ্ধ থাকবে দল।
তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে বিনামূল্যে রেশন থেকে শুরু করে সবার জন্য পাকা বাড়ি প্রদানের কথা বলা হয়েছে। বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে বছরে ১০টি ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জোড়াফুল শিবির। সেই সঙ্গেই প্রত্যেককে পাকা বাড়ি প্রদানের কথাও বলা হয়েছে।
আরও পড়ুনঃ ‘ফাইনাল খেলতে আবারও…’! অসমে হুঙ্কার মমতার, বললেন, ‘আমরাই INDIA জোটকে নেতৃত্ব দেব’!
সেই সঙ্গেই তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে প্রত্যেক মাসে প্রত্যেকটি রেশন কার্ডে ফ্রি-তে ৫ কেজি করে রেশন সামগ্রী দেওয়ার কথা বলা হয়েছে। সিএএ, এনআরসি বন্ধ করার কথা এখানেও বলেছে জোড়াফুল শিবির। পাশাপাশি গোটা দেশজুড়ে ইউসিসি কার্যকর না করার কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ফসলের নূন্যতম মূল্য দেওয়া থেকে শুরু করে বার্ধক্য ভাতা বৃদ্ধি হয়ে পেট্রোপণ্যের দাম কমানোর কথাও বলা হয়েছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে। সেই সঙ্গেই সকল জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের নিশ্চিত কাজ প্রদান এবং গোটা দেশজুড়ে অন্তত ৪০০ টাকা দৈনিক মজুরির কথাও বলা হয়েছে জোড়াফুল শিবিরের ইস্তেহারে। সব মিলিয়ে, নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে সাধারণ মানুষকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। ভোটে জিতলে ‘দিদির শপথ’ পূরণ করার কথাও দিয়েছে জোড়াফুল শিবির।