‘ছোট থেকে ওঁকে তৈরি করেছি…’! মমতার উত্তরসূরি কি অভিষেক? জানালেন তৃণমূল সুপ্রিমো

বাংলা হান্ট ডেস্কঃ কখনও ‘তৃণমূল সেনাপতি’ কখনও আবার ‘তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড’ নামে অভিহিত করা হয় তাঁকে। গত কয়েক বছরে একজন তুখোড় রাজনীতিবিদ হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যোগ্য উত্তরসূরি কি তিনিই? সম্প্রতি এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কাছে এই বহুচর্চিত প্রশ্নের উত্তর দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কি অভিষেক? প্রায়শয়ই উঁকি দেয় এই প্রশ্ন। এবার জবাব দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো নিজে। জানালেন, ছোট থেকেই ভাইপোকে তৈরি করেছেন। পাশাপাশি এও জানালেন, খুব কম বয়সেই রাজনৈতিক সচেতনতা তৈরি হয়ে গিয়েছিল তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

লোকসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার এক জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে তৃণমূল কংগ্রেসে অভিষেকের ভবিষ্যৎ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। অভিষেক তাঁর উত্তরসূরি কিনা প্রশ্ন করায় মমতা বলেন, ‘এটা দল ঠিক করবে। ও দলের একজন ডেডিকেটেড সৈনিক’।

আরও পড়ুনঃ পান্তা-লঙ্কা খেয়ে প্রচারে! বসিরহাটের BJP প্রার্থী রেখা পাত্রকে বাড়তি ফোকাসের কারণ এবার ‘ফাঁস’

এখানেই না থেমে অভিষেকের ছেলেবেলার স্মৃতিচারণা করতে দেখা যায় মমতাকে। তৃণমূল নেত্রী বলেন, ‘ছোট থেকে ওঁকে তৈরি করেছি। হাজরায় আমায় যখন সিপিএম মেরেছিল, সেই সময় ওঁর মাত্র আড়াই বছর বয়স। সেই সময় থেকেই ও হাতে একটা পতাকা নিয়ে বলতো দিদিকে মারলে কেন? সিপিএম তুমি জবাব দাও। তখন থেকেই ওঁর পলিটিক্যাল মাইন্ডটা তৈরি হয়ে গিয়েছে। কলেজ পাশ করার পর থেকে ও সক্রিয় রাজনীতি করে’।

রাজনীতিতে যুব প্রজন্মের ‘প্রয়োজনীয়তা’র কথা অতীতে একাধিকবার শোনা গিয়েছে। তৃণমূল সুপ্রিমোও এদিন এক কথা বলেন। মুখ্যমন্ত্রীর কথায়, রাজনীতিতে যুব প্রজন্মের দরকার আছে। উদাহরণ হিসেবে চব্বিশের লোকসভা নির্বাচনে দেবাংশু ভট্টাচার্য, সায়নী ঘোষের মতো তরুণ নেতা-নেত্রীর টিকিট পাওয়ার বিষয়টি উল্লেখ করেন।

mamata banerjee and abhishek banerjee

উল্লেখ্য, এই মুহূর্তে লোকসভা ভোট নিয়ে বেজায় ব্যস্ত তৃণমূল নেত্রী মমতা। গতকাল উত্তরবঙ্গে সভা করেছেন তিনি। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রত্যেকটি দল। মমতার মতো অভিষেকও জেলায় জেলায় ঘুরে দল এবং দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর