যে রাস্তা দিয়ে শুভেন্দুর মিছিল ঢুকবে সেই রাস্তার মুখেই তৃণমূলের কর্মসূচি, উত্তপ্ত হতে চলেছে কোচবিহার? কবে?

Published on:

Published on:

Trinamool Congress to Counter Suvendu’s Cooch Behar March

বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাই ধর্মতলার শহিদ দিবসের দিনেই শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান চালান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময়েই ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দেন, বিজেপি যদি কর্মসূচি নেয়, তৃণমূলও (Trinamool Congress) তার পাল্টা কর্মসূচি করবে।

শুভেন্দু মিছিলের দিনই পথে নামছে তৃণমূল (Trinamool Congress)

ঠিক সেই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতেই এবার ৫ অগস্ট কোচবিহারে শুভেন্দুর মিছিলের দিনই পাল্টা পথে নামছে তৃণমূল (Trinamool Congress)। ওই দিন শুভেন্দু অধিকারী রাজ্যের অন্যান্য বিজেপি বিধায়কদের সঙ্গে কোচবিহার গিয়ে মিছিল করে পুলিশ সুপারের দপ্তরে যাবেন বলে জানিয়েছেন। মূলত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসপি-র সঙ্গে দেখা করতেই তাঁদের কর্মসূচি।

যে রাস্তা দিয়ে শুভেন্দুর মিছিল ঢুকবে, সেই রাস্তার মুখে সভা তৃণমূলের

তৃণমূল (Trinamool Congress) সেই দিনেই কোচবিহার জেলার ১৯টি জায়গায় সভা করবে বলে জানিয়েছে। বিশেষভাবে, যেসব রাস্তায় দিয়ে শুভেন্দুর মিছিল ঢুকবে, সেগুলির মুখেই তৃণমূলের সভা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর জন্য পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতিও চাওয়া হয়েছে। তবে অনুমতি মিলবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়ে দিয়েছেন, যদি পুলিশ অনুমতি না-দেয়, তাহলে তারা আদালতের দ্বারস্থ হবেন।

অভিজিতের কথায়, “২১ জুলাই শুভেন্দু উত্তরকন্যা অভিযান করে সংবাদমাধ্যমের নজর কেড়েছেন। তাই আমরাও ৫ অগস্ট পাল্টা কর্মসূচি নিচ্ছি। যদি ওরা দিন বদলায়, আমরাও বদলে নেব।”

Trinamool Congress to Counter Suvendu’s Cooch Behar March

আরও পড়ুনঃ ন’মাসের টানা দুর্ভোগ, নিউ গড়িয়ার মেট্রো যাত্রীদের জন্য আসছে ‘দেবদূত’! বিশেষ উদ্যোগ রাজ্যের

এই পরিস্থিতিতে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বসু বলেন, “শুভেন্দু এসপি-র সঙ্গে দেখা করতে যাচ্ছেন তৃণমূলের (Trinamool Congress) অত্যাচারের বিষয়ে জানাতে। কিন্তু তৃণমূল ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করতে চাইছে। পরিস্থিতি খারাপ হলে দায় নিতে হবে তৃণমূলকেই (Trinamool Congress)।”