বাংলা হান্ট ডেস্ক : মেঘালয়ে (Meghalaya) কি ফুটবে জোড়াফুল? প্রথমে ত্রিপুরা পরে গোয়ার বিধানসভা নির্বাচনে কার্যত পর্যুদস্ত হয়েছে দল। মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি মাঠেই মারা গেছে এই দুই রাজ্যে। তবে উদ্যোম হারাননি তিনি। আত্মবিশ্বাসকে সাথে করেই এবার পাহাড় রাজ্য মেঘালয়ে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রশ্ন এখন একটাই, গোয়া-ত্রিপুরার মতোই দশা হবে না তো আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে? সম্প্রতি পোলস্ট্রীটের সমীক্ষায় যে তথ্য উঠে এল তাতে মিষ্টি বিতরণের সুযোগ হতেই পারে কালিঘাটে। খুশির হাওয়া বইতে পারে ক্যামাক স্ট্রিটেও। দেখে নেওয়া যাক কী বলছে সেই সমীক্ষা।
২০২৩ সালে দেশের ১০টি রাজ্যে বিধান সভা নির্বাচন। বলা ভালো বিজেপির অগ্নিপরীক্ষা। এই ১০ রাজ্যের তালিকায় রয়েছে মেঘালয়ও। ভারতীয় রাজনীতির মূল স্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন হলেও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ এঔ রাজ্য। মেঘালয়ে বিধানসভা নির্বাচন হবে মোট ৬০ টি আসনে। এ রাজ্যে জেলার সংখ্যা ১২টি। অধিষ্ঠিত মুখমন্ত্রী এনএনপি নেতা কনরাড সাংমা। মেঘালয়ের রাজনীতিতে ২০২৩ নির্বাচনে মারাত্মক লড়াই দেখা যেতে পারে দুই সাংমার মধ্যে। একদিকে বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমা অন্যদিকে, রাজ্যের দাপুটে নেতা তথা তৃণমূলের রাজ্যপ্রধান তথা কনরাড সাংমার পুরনো বিরোধী মুকুল সাংমা।
কী বলছে সমীক্ষা? পোলস্ট্রীটের সমীক্ষায় উঠে আসছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
কে কটা আসন পেতে পারে :-
এনপিপি – ১৫ – ১৯
আইএনসি – ১৫ – ১৮
ইউডিপি – ৯ – ১১
এআইটিসি – ১২ – ১৬
বিজেপি – ৩ – ৬
কোন দল কত শতাংশ ভোট দখল করতে চলেছে?
আইএনসি – ২৬.৩৯ শতাংশ
এনপিপি – ২৪.৫৩ শতাংশ
ইউডিপি – ১১.৭৭ শতাংশ
বিজেপি – ১০.৮৭ শতাংশ
এআইটিসি – ১৪.২৬ শতাংশ
অন্যান্য – ৮.১৮ শতাংশ
এবারের মেঘালয় নির্বাচনে সবচেয়ে উল্লেখযোগ্য হতে চলেছে শাসক বিরোধী হাওয়া। কনরাড সাংমার নেতৃত্বাধীন এনপিপি সরকার দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, বেকারত্বের মতো তিরে বিদ্ধ। ফলে এই বিষয়গুলি সেখানে শাসক বিরোধী পটভূমি তৈরি করেছে। আর এটাই বিরোধীদের প্রধান হাতিয়ার। যে কনরাড সাংমা বর্তমানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী, তিনি তাঁর পার্টি এনপিপিকে নিয়ে ২০১৮ সালে বিজেপির সঙ্গে জোট গড়ে মেঘালয় নির্বাচন জিতেছিলেন। এবার তাঁর লড়াই সেই বিজেপির বিরুদ্ধেই।
দেখে নেওয়া যাক ২০১৮ সালের নির্বাচনের ফলাফল :-
২০১৮ সালের ভোটে ৬০ আসনের মেঘালয় বিধানসভা ভোটে মুকুল সাংমার নেতৃত্বাধীন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ দল ছিল। জিতে ছিল মোট ২১ টি আসন। এনপিপি জেতে ১৯ টি আসন, ইউডিপি জেতে ৮টি, পিডিএএফ ৪টি, বিজেপি ২ টি আসনে জেতে। একজন নির্দল জিতেছিলেন। এরপর ২০২১ সালে মুকুল সাংমার নেতৃত্বে ১২ জন বিধায়ক যোগ দেন তৃণমূলে। বাকি কংগ্রেস বিধায়করা এনপিপিতে যোগ দেন। ফলে মেঘালয়ে একেবারেই জমি হারায় কংগ্রেস। এবার তাদের ফিরে আসার লড়াই