‘আমন্ত্রণ প্রত্যাহার করেছি”, মুখ্যমন্ত্রীর বৈঠক প্রত্যাখ্যান করার কথা জানালেন শুভেন্দু

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে নারাজ! আর সেই কারণেই বোধহয় তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে গেলেন না শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অনুপস্থিতির বিষয়টি নিয়ে আগে থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। এবার সেই আশঙ্কাকে সত্যি করেই টুইটারে নিজের বক্তব্য তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। বৈঠকের কিছুক্ষণ আগেই টুইটে শুভেন্দু জানান, তিনি বৈঠকে যোগ দেবেন না। তাঁর অভিযোগ, কমিশনার নিয়োগে নিয়ম মানা হয়নি। আগে থেকেই প্রার্থী বাছাই করাই রয়েছে।

সূত্রের খবর, এই বছরে ১৫ জন তথ্য কমিশনার পদে আবেদন করেছিলেন। আবেদনকারীদের তালিকায় প্রাক্তন আমলা থেকে শুরু করে পুলিশকর্তা ছিলেন। অবশ্য বয়সজনিত কারণে পনেরোজনের মধ্যে চারজন বাদ চলে গিয়েছেন। বাকি ১১ জনের মধ্যে থেকে একজনকে তথ্য কমিশনার হিসাবে বাছাই করার মুহূর্তের সাক্ষী থাকার জন্য শুভেন্দুকে আমন্ত্রণ জানানো হয়। তবে, আমন্ত্রণ পেয়ে নিমন্ত্রণ রক্ষা না করার জেরে তিনি প্রটোকল ভাঙলেন বলে মনে করা হচ্ছে।

টুইটারে ঠিক কী লিখেছেন শুভেন্দু ? যোগদান না করার বিষয়টি টুইটে উল্লেখ করে শুভেন্দু লেখেন, ‘আমি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য কমিটির বৈঠকে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি। কারণ, সংশ্লিষ্ট আবেদনগুলি নির্দেশিকা লঙ্ঘন করেছে। আর পূর্বনির্ধারিত প্রার্থীকে অনুমোদন করে দেওয়া হয়েছে।’ এমনকী এই বৈঠককে ‘প্রহসনমূলক প্রক্রিয়া’ বলে মন্তব্য করেন শুভেন্দু। তবে বিষয়টি নিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের কাছে পাঠানো চিঠিটিও টুইটে যুক্ত করেছেন তিনি।

গত বছর অর্থাৎ ২০২২ সালে মুখ্য তথ্য কমিশনার বাছার সময়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এর পক্ষ থেকে ডাকা নবান্নের বৈঠকে হাজির ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নানান অভিযোগ তুলে সেই বৈঠকে থাকতে অস্বীকার করেছিলেন তিনি। এবার আবার নতুন কারণ তুলে ধরে টুইট করলেন। এই বৈঠকের প্রোটোকল অনুযায়ী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীকে বৈঠকে থাকতে হয়। তবে তিনি যে অনুপস্থিত থাকতে পারেন সেটা আগেই আশঙ্কা করা হয়েছিল।

 

 

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর