ভোটের আগেই জোড়া পঞ্চায়েতে জয় তৃণমূলের! সুবজ আবির খেলায় মেতে উঠলেন প্রার্থীরা

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগেই জয়! পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসানসোলের (Asansol) বারাবনি ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতে জয়ী হল শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। গতকাল পর্যন্ত চলছিল প্রার্থীদের মনোনয়ন পর্ব। জানা গিয়েছে, বৃহস্পতিবার ষষ্ঠম দিনের অর্থাৎ শেষ দিনের মনোনয়ন পত্রের কাজ শেষে বারাবনি ব্লকের আটটি পঞ্চায়েতে মধ্যে দুটি পঞ্চায়েত একটি পানুড়িয়া ও অন্যটি পাঁচগেছিয়া পঞ্চায়েতে বিনা প্রতিদন্দিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস।

একদিকে বিরোধীদের মনোনয়ন জমার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়েছে রাজ্যের একাধিক জায়গা। চলেছে গোলাগুলি, বোমাবাজি। প্রাণও গেছে কয়েক জনের। এককথায় মনোনয়ন দামামায় রক্তাক্ত হয়েছে বাংলার মাটি। অন্যদিকে এসবের মাঝেই একেবারেই ভিন্ন চিত্র উঠে এলো আসানসোল থেকে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর স্বাভাবিকভাবেই বেজায় উচ্ছ্বসিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গতকাল নিজেদের জয়ের পর আবির খেলে আনন্দে মেতে ওঠেন তৃণমূল নেতা ও কর্মীরা। এই জয় প্রসঙ্গে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, বারাবনির ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে।

tmc flag

জানা গিয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই তিনটি পঞ্চায়েতে কোনও বিরোধী দল থেকেই নমিনেশন জমা করেননি কোনও প্রার্থী। তাই নির্বাচন শুরু হওয়ার প্রায় একমাস আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই দুটি পঞ্চায়েত চলে গেল তৃণমূলের দখলে।

অন্যদিকে, ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ২টি গ্রাম পঞ্চায়েতে ২১টি পঞ্চায়েত আসন ও ৫টি পঞ্চায়েত সমিতির আসনেও এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা প্রার্থী দিতে ব্যর্থ হওয়ায় পঞ্চায়েত গিয়েছেন শাসকদলের ঝুলিতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর