সাইকেল রাখাকে কেন্দ্র করে ধুন্ধুমার দক্ষিণ দমদম, প্রোমোটারকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে

Published on:

Published on:

Trinamool Congress Workers Clash with Local Promoter in South Dum Dum

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড রবিবার দুপুরে পরিণত হয় রণক্ষেত্রে। অভিযোগ, প্রোমোটার তাপস রায় ও তাঁর ছেলে শঙ্কর রায়কে মারধর করেছে স্থানীয় তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর তন্দ্রা সরকারের অনুগামীরা। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় তাঁদের অফিস, এমনকি হামলা চালানো হয় তাঁদের বাড়িতেও।

কি নিয়ে শুরু হয় বচসা?

ঘটনাটি ঘটে পূর্ব সিঁথি রোডে দুপুর ১২টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেল রাখাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। তা মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে গড়ায়। পরে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ভাঙচুর হয় প্রোমোটারের অফিস।

বাড়িতেও হামলা চালানো হয়েছ বলে অভিযোগ প্রোমোটারের

ঘটনার পর নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার তাপস রায়। তিনি অভিযোগ জানিয়ে বলেন, “আমি অফিস থেকে বেরিয়ে সবাইকে ঠেকানোর চেষ্টা করছিলাম। কিন্তু ওদের লোক এসে আমার অফিস ভাঙচুর করল। আমার বাড়িতেও আক্রমণ চালানো হয়।” স্থানীয়রা জানিয়েছেন, তাপস রায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছে কিছু কর্মীর। সেই বিরোধই রবিবার বিকট রূপ নেয়।

পাল্টা অভিযোগ তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের

অন্যদিকে ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর তন্দ্রা সরকার জানিয়েছেন, আসল ঘটনা অন্য। তিনি জানান, “তৃণমূলের একজন বর্ষীয়াণ কর্মী ব্লাড টেস্ট করিয়ে ফিরছিলেন। তিনি সাইকেল রেখে ফোন করছিলেন। কিন্তু প্রোমোটারের ছেলে হঠাৎ তাঁকে আক্রমণ করে, বুকে ঘুষি মারে। প্রোমোটারের গায়ে কেউ হাত তোলেনি, পুরোটাই সাজানো নাটক।”

Trinamool Congress Workers Clash with Local Promoter in South Dum Dum

আরও পড়ুনঃ ৬ বছর পর ফের উঠছে মামলা, রাজীব কুমারের জামিন নিয়ে নতুন মোড়! কিছুক্ষণেই শুনানি সুপ্রিম কোর্টে

এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। দুই পক্ষের মধ্যে রাজনৈতিক পারদ তীব্র। পুলিশ জানিয়েছে, তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর ও প্রোমোটার দুজনেরই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।