বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (Trinamool Congress) অন্দরে বেশ কিছুদিন ধরেই টাউন ও ব্লক স্তরের সংগঠনের রদবদল নিয়ে আলোচনা চলছিল। অবশেষে জানা যাচ্ছে, চলতি জুলাই মাসের মধ্যেই ছাত্র, যুব, মহিলা ও আইএনটিটিইউসি-র মতো শাখা সংগঠনে টাউন ও ব্লক স্তরে নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হতে পারে। আগামী বছরই বিধানসভা ভোট। তাই নিচু স্তরের সংগঠন মজবুত করতেই তৃণমূল (Trinamool Congress) এই সিদ্ধান্ত নিতে চলেছে। পুরনো বিশ্বস্ত মুখদের ফের দায়িত্ব দেওয়া হবে, নাকি নতুন নেতৃত্ব উঠে আসবে, তা নিয়েই আপাতত জোর চর্চা শুরু হয়েছে রাজ্যজুড়ে।
২১ জুলাইয়ের সভা থেকেই নির্দিষ্ট কর্মসূচির ঘোষণা
২১ জুলাইয়ের সভা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালির অপমানকে তুলে ধরে দলের নতুন ও নির্দিষ্ট কর্মসূচির ঘোষণা করেছেন। তৃণমূলের (Trinamool Congress) অন্দরমহলের খবর, ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলায় শীঘ্রই বড়সড় রদবদল আসতে চলেছে। সংগঠনের দায়িত্বে আসতে পারেন বেশ কয়েকজন নতুন মুখ, যাঁরা সাংগঠনিকভাবে দক্ষ এবং এলাকাবাসীর মধ্যে গ্রহণযোগ্যতা রাখেন। দলের একাংশের মতে, যাঁরা এতদিন সভাপতি ছিলেন, তাঁদের অনেককেই সরিয়ে দেওয়া হতে পারে।
দলের (Trinamool Congress) একাধিক সূত্রের খবর, প্রতিটি অঞ্চল ধরে ধরে নির্দিষ্ট সমীক্ষা সংস্থা দিয়ে তথ্য সংগ্রহ করানো হয়েছে। কে কোথায় কতটা জনপ্রিয়, সাংগঠনিক ক্ষমতা কতটা, এসবই খতিয়ে দেখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই দায়িত্ব বদলের সিদ্ধান্ত চূড়ান্ত হতে চলেছে। উত্তর ২৪ পরগনার এক জেলা নেতা জানান, “তৃণমূল একটি পরিবার। পুরোনো-নতুন সবাই মিলে আগামী দিনে বিজেপি ও সিপিএমের বিরুদ্ধে একসঙ্গে লড়বে। দলের সিদ্ধান্তই শেষ কথা।”
জানা গিয়েছে, শ্যামনগর, ভাটপাড়া, নৈহাটি, নোয়াপাড়া, নিউ ব্যারাকপুর-সহ বেশ কিছু জায়গায় নেতৃত্ব বদল হতে চলেছে। শ্যামনগর-আতপুর টাউন কমিটির সভাপতির পদে হয়তো বসানো হবে জেলা পরিষদের এক দাপুটে নেতাকে অথবা জগদ্দলের বিধায়ক-ঘনিষ্ঠ কাউন্সিলারকে। ভাটপাড়া-২ অঞ্চলে একসময় পুরসভার শীর্ষে থাকা এক নেতার হাতে আসতে পারে সভাপতির দায়িত্ব। নৈহাটি টাউনের সভাপতি সনৎ দে বর্তমানে বিধায়ক হওয়ায় তাঁকেও হয়তো ওই পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
তৃণমূলের (Trinamool Congress) ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলায় নেতৃত্ব বদলের আরও একাধিক সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, নৈহাটি শহরের যুব সভাপতি পদে উঠে আসতে পারেন দাপুটে এক শ্রমিক নেতা। সেই ক্ষেত্রে আইএনটিটিইউসি–র বর্তমান সভাপতিকে সরানো হতে পারে বলেই জল্পনা।
নোয়াপাড়া শহরের যুব সভাপতির বিরুদ্ধে কিছু অভিযোগ থাকায় তাঁকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি দলেরই একাংশের। গারুলিয়ায় যুব সভাপতির দায়িত্ব পেতে পারেন এক মহিলা কাউন্সিলার অথবা নবীন কোনও মুখ। ব্যারাকপুর শহরে সভাপতির পদে দুই কাউন্সিলারের নাম ঘুরপাক খাচ্ছে।
আরও পড়ুনঃ সাবধান! স্টেশনে বা ট্রেনে রিলস বানালেই এবার জরিমানা, কত টাকা দিতে হবে?
খড়দহেও পরিবর্তনের সম্ভাবনা
খড়দহ ব্লকের সভাপতির পদেও রদবদলের জোর সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি খড়দহ টাউনের যুব সভাপতি পদেও নতুন মুখ আসতে পারেন বলে খবর।
এই প্রসঙ্গে সাংগঠনিক জেলা তৃণমূল (Trinamool Congress) সভাপতি তথা মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন, “রদবদল নিয়ে দলীয় স্তরে পর্যালোচনা চলছে। আইপ্যাকের প্রতিনিধিরাও এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। দল যাঁকেই দায়িত্ব দেবে, পুরোনো-নতুন সবাই মিলে ২০২৬ সালের জন্য লড়াইয়ে ঝাঁপাব।”