ট্রেন্ডে গা ভাসালো সিপিএম! দলবদলুকে সাদরে ঘরে তুলে নিলেন সুজন চক্রবর্তী

বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখে অব্যাহত তৃণমূলের (Trinamool Congress) রক্তক্ষরণ। দিনকয়েক আগেই বড়সড় ঝটকা দিয়েছেন কুনাল ঘোষ (Kunal Ghosh)। আর এবার দল ছাড়লেন জঙ্গিপুর (Jangipur) পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোজাহারুল ইসলাম (Mojaharul Islam)। সদ্যই ঘাসফুল ছেড়ে কাস্তে হাতুড়ির (CPIM) খাতায় নাম লিখিয়েছেন তিনি।

তবে তিনি একা নয়, তার পথ অনুসরণ করে সিপিআইএমে যোগ দিয়েছে কয়েক হাজার কর্মী। সূত্রের খবর, শনিবার বিকেলে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জোতকমল এলাকা থেকে কয়েক হাজার কর্মী এইদিন সিপিআইএমে যোগ দেয়। এখানে বলে রাখা ভালো, তৃণমূলে আসার আগেই তিনি সিপিআইএমের প্রার্থী ছিলেন।

   

সূত্রের খবর, ২০১৬ সালের শেষের দিকে সিপিআইএম ছেড়ে জোড়াফুলের পতাকা হাতে নেন মোজহারুল ইসলাম। এরপর ২০২২ সাল অবধি জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান পদে আসীন ছিলেন তিনি। তা সত্বেও ২০২২ সালের পৌরসভা নির্বাচনে তাকে টিকিট দেয়নি তৃণমূল। আর তাতেই নাকি খানিক দূরত্ব বেড়েছিল দলের সাথে।

আরও পড়ুন : কে এই আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং? তার জীবনী, সম্পত্তি জানলে আকাশ থেকে পড়বেন

মাঝে বেশকিছুদিন দলের থেকে দূরে দূরেই থাকছিলেন। এবং অবশেষে গত শনিবার ফিরলেন তার ফেলে যাওয়া আস্তানায়। এইদিন জামির মোল্লা, সোমনাথ সিংহ রায় সহ সিপিএম নেতৃত্বদের উপস্থিতিতে তাকে দলে স্বাগতম জানিয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। লোকসভা নির্বাচনের ঠিক পূর্বমুহূর্তে এই দলবদল তৃণমূলের শক্তিক্ষয় হিসেবেই দেখছে রাজনৈতিক কারবারিদের একাংশ। যদিও তৃণমূলের দাবি, এতে নাকি দলে কোনও প্রভাব পড়বেনা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর