১০ বছরে রাজ্যে ১২১২টি নতুন কারখানা, শ্রমিকের আয় বেড়েছে এক লক্ষ, নয়া রিপোর্ট কার্ডে দাবি তৃণমূলের

বাংলা হান্ট ডেস্ক: ১০ বছরে কী কী কাজ করেছে মমতা সরকার, তা জানাতে রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল (All India Trinamool Congress)। আর আজ, শুক্রবার থেকে সেই রিপোর্ট কার্ড হাতে জনতার দ্বারে দ্বারে পৌঁছে যাবেন তৃণমূল নেতারা। এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘বঙ্গধ্বনি’। বৃহস্পতিবার এই রিপোর্ট কার্ড প্রকাশ করেন পার্থ চ্যাটার্জী  ইন্দ্রনীল সেন , সুব্রত মুখার্জী , সুদীপ ব্যানার্জী তৃণমূল নেতারা। শেষ ১০ বছরে রাজ্যের মানুষের জন্য কী কী কাজ করেছে মমতা সরকার, তাই এই রিপোর্ট কার্ডে তুলে ধরা হয়েছে।

এই প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জী জানান, ‘বর্তমান সরকার ১০ বছর ক্ষমতায় থাকলেও মানুষের জন্য কাজ করার সুযোগ ৮ বছর পেয়েছে। এক বছর করোনা ও এক বছর উপনির্বাচনের জন্য কাজ করা সম্ভব হয়নি। তাও মানুষের পাশে থেকেছে তৃণমূল সরকার। আর তার খতিয়ান দিতেই মানুষের কাছে পৌঁছবেন আমাদের নেতারা। তৃণমূল ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ অনেকটাই বেড়েছে।’ এর পাশাপাশি, এই ১০ বছরে রাজ্যে ১২১২টি কারখানা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্ট কার্ডে। কল-কারখানার মজুরদেরও বছরে আয় এক লক্ষ টাকা বেড়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

তৃণমূল সূত্রে জানানো হয়েছে, আজ থেকে প্রতিটি বিধানসভা এলাকায় পদযাত্রা করে বঙ্গধ্বনি কর্মসূচীর সূচনা করা হবে। এরপর আগামী ১০ দিন প্রতিটি বিধানসভা এলাকায় তৃণমূলের একাধিক দল পদযাত্রা করবে। মোট ৪০০০ তৃণমূল নেতা ৯৫০টি দলে ভাগ হয়ে এই কর্মসূচীতে অংশ নেবেন।

তৃণমূল সরকারের কাজের খতিয়ানের ওই রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছে দেবেন তারা। সেই সঙ্গে আগামী বছরের ‘দিদিকে বলো’ পকেট ক্যালেন্ডার। ২০২১ সালে বিধানসভা ভোটের বৈতরণী পাড় হতেই জনতার দ্বারে দ্বারে পৌঁছবেন তৃণমূলের নেতারা।


সম্পর্কিত খবর