TikTok এর পর এবার PUBG ব্যান নিয়েও নরেন্দ্র মোদীকে কটাক্ষ নুসরতের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের মোদী সরকার (Narendra Modi Government) Pubg সমেত ১১৮ টি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। কেন্দ্র সরকারের তথ্য এবং প্রযুক্তি মন্ত্রালয় পাবজি সমের ১১৮ টি অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে। সরকার এবার যেই অ্যাপ গুলোকে নিষিদ্ধ করেছে সেগুলোর মধ্যে পাবজি, বাইডু, অ্যাপ লক, এমবি মাস্টার, বাইক রেসিং, লুডো আর অল স্টার প্রধান। এবার এই নিয়ে টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) প্রতিক্রিয়া দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে নুসরত জাহান ট্যুইট করেন, ‘মোদী বাবু GDP বেকাবু। এখন না পাবজিতে রিভাইবাল হবে, না ইকোনমিতে। এবার আমরা কি করব?” এর আগে টিকটক ব্যান করার পর নুসরত জাহান বলেছিলেন, ‘টিকটক আমার জন্য অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মতই। আমার প্রশ্ন হল, আচমকাই এই সিদ্ধান্ত কেন? আর শুধু অ্যাপ বন্ধ করে কি হবে?

এর আগে, একুশের ভোটের জন‍্য বাংলায় বিজেপির তরফে মুখ‍্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সেই নিয়ে কেন্দ্রীয় শাসক দলকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সাংসদ নুসরত। নিজের টুইটার হ‍্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরবীনে চোখ রাখা একটি ছবি শেয়ার করে নুসরত লেখেন, ‘পশ্চিমবঙ্গে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বিরুদ্ধে মুখ‍্যমন্ত্রী পদপ্রার্থী খুঁজতে গিয়ে এখন এমনই অবস্থা বিজেপির।’ এরপর হ‍্যাশট‍্যাগ দিয়ে তিনি লেখেন, ‘ভয় পেয়েছে বিজেপি’।

উল্লেখ্য, গত রবিবার পশ্চিমবঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, “এখনও আমাদের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গে কাউকেই আমরা মুখ‍্যমন্ত্রী পদপ্রার্থী করছি না আপাতত। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই নির্বাচনে লড়াই করব এবং জিতব। জেতার পরেই পরিষদীয় দল ও কেন্দ্রীয় নেতৃত্বের মিলিত সিদ্ধান্তের মাধ‍্যমে ঠিক করা হবে পশ্চিমবঙ্গে মুখ‍্যমন্ত্রী কে হবেন।” বিজেপি নেতার এই মন্তব‍্যেরই পাল্টা দিয়েছেন নুসরত।

 

সম্পর্কিত খবর

X