নির্বাচনের আগে গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী, ভক্তমনে উদ্বেগ, কী হয়েছে অভিনেত্রীর?

বাংলা হান্ট ডেস্ক : তিনি একাধারে দক্ষ অভিনেত্রী অন্যদিকে তুখোড় রাজনীতিবিদও বটেন। দিনকয়েক আগেই ভক্তরা দেখেছে তার আরেক রূপ। নিজের নতুন গান রিলিজ করে চমকে দিয়েছেন সকলকে। আর এখন তো তিনি তুমুল ব্যস্ত আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে। সংসদ হিসেবেও বেশ গুরু দায়িত্ব রয়েছে তার কাঁধে। আর এসবের মাঝেই খবর এল, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) নাকি গুরুতরভাবে অসুস্থ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল মিমি চক্রবর্তী অভিনীত ওয়েব সিরিজ ‘যাহা বলিব সত্য বলিব’। ভক্তরা বেশ পছন্দও করেছে এই সিরিজ। এছাড়াও তার হাতে এখন একগুচ্ছ কাজ। চব্বিশের নির্বাচনের আগে সাংসদ হিসেবে রাজনৈতিক ময়দানে মিমি থাকছেন কিনা, তা নিয়েও বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহলের অন্দরে চর্চার অন্ত নেই। এর মাঝে অভিনেত্রীর অসুস্থতার খবরে বেশ চিন্তিত সকলে।

গত শনিবার রাতে তারকা সাংসদ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, নিজের ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছেন সোফায়। চোখেমুখেও অসুস্থতার ছাপ। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “মাইগ্রেন থেকে বাঁচা শুধু মুশকিল নয়, একপ্রকার অসম্ভবই বটে!” মাইগ্রেনের যন্ত্রণা (Migraine Pain) যে কতটা তা তো আর বলে বোঝানোর প্রয়োজন পড়েনা।

আরও পড়ুন : নিজের জন্মদিনেই জন্মদাত্রীর শেষকৃত্য, মায়ের স্বপ্নপূরণের জন্য বড় শপথ নিলেন সায়নী

mm

প্রসঙ্গত উল্লেখ্য, মিমি চক্রবর্তী এখন টলিউড ছেড়ে বলিউডেও পাড়ি দিয়েছেন। গত বছরই ডেবিউ করেছেন ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবির হাত ধরে। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালোই অ্যাক্টিভ থাকেন। নিজের দৈনন্দিন জীবনের রোজনামচা থেকে শুরু করে ফটোশুট, এইসব কিছুই শেয়ার করে থাকেন। মাঝেমধ্যে দুই পোষ্যর ছবিও ভাগ করে নেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর