বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরার (tripura) উন্নয়নের চিত্রে বাংলার (west bengal) হলুদ ট্যাক্সি! আর এই ছবি নিয়েই তুমুল শোরগোল রাজনৈতিক মহলে। বিপ্লব দেবের সরকারের মুণ্ডুপাত করতে কিছু বাকি রাখল না বাংলার সরকার। নিজেদের ভুল ঢাকতে তড়িঘড়ি মুছে ফেলল সেই ট্যুইটও।
বিষয়টা হল, সম্প্রতি ত্রিপুরা সরকারের অফিশিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে গাড়ি চালানোর নিয়ম সংক্রান্ত একটি স্লোগান লেখার প্রতিযোগিতার বিজ্ঞাপন পোস্ট করা হয়। সেখানে দেখানো হয়, ত্রিপুরা সরকারের কর্মকাণ্ডের চিত্র। কিন্তু ত্রিপুরা কই, এতো বাংলার চিত্র, একেবারে খোদ শিয়ালদহ ফ্লাইওভার!
ত্রিপুরা সরকারের পোস্ট করা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে হলুদ ট্যাক্সি, এ শহরের একাধিক রুটের বাসও। ফ্লাইওভারের ওপরে থাকা যানবাহন দেখে আর এটা বুঝতে বাকি থাকলো না কারো, যে চিত্র ত্রিপুরা সরকার পোস্ট করেছে তা আদতে বাংলার চিত্র। আর এই নিয়ে হইচই পড়ে যায় স্যোশাল মিডিয়ায়। নিজেদের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তা সরিয়ে নেয় ত্রিপুরা সরকার। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছে, ইতিমধ্যেই তা স্ক্রিনশট হয়ে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ত্রিপুরা সরকারকে খোঁচা মেরে AITC ত্রিপুরার পক্ষ থেকে ট্যুইটে লেখা হয়, ‘একটাও কি ভালো রাস্তা নেই ত্রিপুরায়? কিভাবে ত্রিপুরার সরকার বাংলার রাস্তাকে ত্রিপুরার বলে চালিয়ে দেয়? তার মানে বিপ্লব দেব কোন উন্নতিই করেনি ত্রিপুরায়? কিভাবে বারবার বাংলার মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে নিজেদের নাম করে চালাতে পারে বিজেপি?’
Is @BJP4Tripura claiming that these are their roads? Are there no well-maintained roads in Tripura? Has @BjpBiplab really NEGLECTED DEVELOPMENT to this extent?
Ridiculous how BJP repeatedly steals from the #BengalModel to showcase @MamataOfficial's developmental work as theirs! https://t.co/1HkcsRs6G1
— AITC Tripura (@AITC4Tripura) December 10, 2021
এখানেই শেষ নয়, আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh)। তিনি বলেন, ‘বিজেপি নিজস্ব কিছুই নেই, সবটাই ধারাবাহিক ভাবে বাংলার উন্নয়ন থেকে ধার করছে, নকল করছে। দুমাসেই আমরা ওখানে ২৪ শতাংশে ভোট পেয়েছি। আর সামনের দিনে সেটা কোথায় পৌঁছাবে, তা দেখা যাবে’।