ত্রিপুরায় পদ্ম ঝড়ের মধ্যেও একা এগিয়ে সুদীপ, চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরা সহ দেশের একাধিক রাজ্যতে আজ উপনির্বাচনের ফল ঘোষণা। সকাল থেকেই কড়া নিরাপত্তায় ঢেকে দেওয়া হয়েছে সর্বত্র। বিশেষত ত্রিপুরা উপনির্বাচনের দিকে নজর রয়েছে সকলের। একদিকে যেমন বিজেপির শক্তি পরীক্ষা তো অপরদিকে আবার সিপিএম এবং কংগ্রেস অস্তিত্ব প্রমাণ করার লড়াই চলছে আর এর মাঝেই এই ফল ঘোষণার মাধ্যমে প্রথমবার ত্রিপুরা উপনির্বাচনে লড়াই করার তৃণমূল কংগ্রেসের ভাগ্য নির্ধারণ হতে চলেছে।

সকাল থেকেই শুরু হয়েছে গণনা আর এখনও পর্যন্ত যে খবর উঠে আসছে সেই অনুযায়ী, আপাতত ত্রিপুরার চারটি উপনির্বাচন কেন্দ্রের মধ্যে তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং অপর একটিতে কংগ্রেস। দুটি কেন্দ্রে বর্তমানে চতুর্থ স্থানে বিরাজ করছে তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, ত্রিপুরার উপনির্বাচনের ফল ঘোষণায় শুধুমাত্র দলগুলির যে পরীক্ষা, তা নয়। একইসঙ্গে বেশ কয়েকজন নামকরা ব্যক্তিত্বদেরও ভাগ্য নির্ধারণ আজ। সম্প্রতি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বিপ্লব দেব এবং সেই জায়গায় নিয়ে আসা হয় মানিক সাহাকে। এদিন টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে দাঁড়ানো মানিকের দিকে নজর রয়েছে ত্রিপুরাবাসীর। অপরদিকে, কংগ্রেসের সুদীপ রায় বর্মন থেকে শুরু করে আশিস সাহার মত শীর্ষনেতাদের লড়াইয়ে রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে।

সূত্রের খবর, ইতিমধ্যে টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে সামান্য ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আপাতত চার রাউন্ড ভোট গণনা হয়েছে; যেখানে কংগ্রেসের প্রার্থী আশিস সাহাকে 2 হাজার 300 ভোটে পিছনে ফেলে এগিয়ে চলেছেন মানিক সাহা। বাকি দুটি উপনির্বাচন কেন্দ্রেও এগিয়ে রয়েছে বিজেপি। তবে আগরতলাতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে চলেছে কংগ্রেস। সেখানে তাদের প্রার্থী সুদীপ রায় বর্মন বেশ কিছুটা ভোটে এগিয়ে গিয়েছেন বলে খবর।

manik saha

তবে উপনির্বাচনের পূর্বে বেশ কয়েকবার ত্রিপুরায় গিয়ে জনসভা করলেও বর্তমানে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আপাতত দুটি কেন্দ্রে তারা চতুর্থ স্থানে রয়েছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে অবশ্য এখনো অনেক রাউন্ড বাকি রয়েছে। ফলে শেষ পর্যন্ত ভোটের রেজাল্ট কি হয়, সেদিকে তাকিয়ে সকলে।


Sayan Das

সম্পর্কিত খবর