সরকারী কাজে বাধাদানের অভিযোগে, FIR-র পর কুণাল ঘোষকে তলব করল ত্রিপুরা পুলিশ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (Tripura) সংঘর্ষের পর খোয়াই থানায় অবস্থানের জেরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে (kunal ghosh) তলব করল ত্রিপুরা পুলিশ (tripura police)। দায়ের করা হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা। সরকারী কাজে বাঁধা দেওয়ার জন্যই কুণাল ঘোষের নামে মামলা করা হয়েছে বলে খবর।

ত্রিপুরায় নিজেদের জমি শক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন তৃণমূল যুব নেতা দেবাংশু, জয়া, সুদীপরা। তাঁদের উপর হামলা হওয়ার প্রতিবাদে খোয়াই থানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভে বসেছিল ত্রিপুরার তৃণমূল বাহিনী। এই ঘটনায় মহামারি আইন লঙ্ঘন করার অপরাধে দেবাংশু, জয়া, সুদীপদের গ্রেফতার করেছিল খোয়াই থানার পুলিশ।

এরপর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সকাল সকালই সেখানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট দোলা সেন, কুণাল ঘোষ, ব্রাত্য বসুরা। বেলা গড়াতেই সেখানে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর পুলিশের সঙ্গে তাঁর জোর বচসা শুরু হয়েছিল। গ্রেফতার করা তৃণমূল কর্মীদের জামিনের দাবিতে চড়া গলায় কথা কাটাকাটি হয়েছিল পুলিশ আধিকারিকের সঙ্গে।

পুলিশ আধিকরিককে হুঁশিয়ারিও দিতে শোনা গিয়েছিল অভিষেকের গলায়। শেষে ব্যক্তিগত বন্ডে, ছাড়িয়ে কলকাতায় এনে চিকিৎসা করা হয় আহত জয়া, সুদীপদের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ, দোলা সেন, কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং সুবল ভৌমিকদের নামে FIR দায়ের করেছিল ত্রিপুরা পুলিশ।

এবার এই কেসে তলব করা হল কুণাল ঘোষকে। সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে, ত্রিপুরায় কুণাল ঘোষকে তলব করল ত্রিপুরা পুলিশ।

X