বাংলা হান্ট ডেস্ক: ছোটপর্দায় কোন ধারাবাহিক বা কোন শো কেমন স্কোর করছে তা নির্ভর করে টিআরপির উপরে (TRP Bangla Serial)। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। আর এবারও সামনে এলো টেলিভিশনের নতুন রেটিং চার্ট। যা বিরাট রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে।
বিদ্যা–পরশুরাম টক্করে চমক, রেটিং চার্টে নয়া মোড়! (TRP Bangla Serial)
এবারও বেঙ্গল প্রপারে এসে দাঁড়ালো পড়শুরাম নামের আজকের নায়ক। শীর্ষস্থানের এই মেগার স্কোর ৭.০। যদি এই সপ্তাহের দারুণ স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি এই ধারাবাহিকটি। যা রেটিং করেছে ৬.৯ (TRP Bangla Serial)।
এছাড়া তৃতীয় স্থানে রয়েছে পরিণিতা। তার মেগা ঝুলিতে রয়েছে ৬.৫। চতুর্থ স্থানে রয়েছে রাঙামতীর তীরন্দাজ। যা স্থান লাভ করেছে ৬.২। পঞ্চমীর দুটি মেগা সিরিয়াল রয়েছে চিরদিনই তুমি যে আমার ও চির সখা। যা স্থান লাভ করেছে ৬.০। এছাড়াও ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে ‘জগদ্ধাত্রী’ স্থান পেয়েথে পেয়েছে ৫.৯। সপ্তমে তিনটি মেগা স্থান করে নিয়েছে। ‘ফুলকি’, ‘জোয়ার ভাঁটা’, ‘আমাদের দাদামণি’। স্থান পেয়েছে ৫.৭। অষ্টম স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক। ‘লক্ষ্মীর ঝাঁপি’ ও ‘ও মোর দরদিয়া’ এই দুটি মেগাই পেয়েছে ৫.৫। নবমে ‘কম্পাস’ প্রাপ্তি ৫.১। দশম স্থান পেল ‘তুই আমার হিরো’। এই ধারাবাহিকের স্কোর ৫.০।

আরও পড়ুন: শীতকালে ফ্রিজে রাখার পরও পালংশাক নষ্ট হচ্ছে? দীর্ঘদিন সতেজ রাখার ঘরোয়া সমাধান জানুন
প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)
প্রথম – পরশুরাম আজকের নায়ক (৭.০)
দ্বিতীয় – প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৯)
তৃতীয় – পরিণীতা (৬.৫)
চতুর্থ – রাঙামতি তীরন্দাজ (৬.২)
পঞ্চম – চিরদিনই তুমি যে আমার (৬.০)
পঞ্চম – চিরসখা (৬.০)
ষষ্ঠ – জগদ্ধাত্রী (৫.৯)
সপ্তম – ফুলকি (৫.৭)
সপ্তম – আমাদের দাদামণি (৫.৭)
সপ্তম – জোয়ার ভাঁটা (৫.৭)
অষ্টম- ও মোর দরদিয়া (৫.৫)
অষ্টম- লক্ষ্মীর ঝাঁপি (৫.৫)
নবম- কম্পাস (৫.১)
দশম- তুই আমার হিরো (৫.০)
এছাড়াও দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিটি গল্পেই আছে নতুন নতুন টুইস্ট। পাশাপাশি পাল্টাচ্ছে বেশ কয়েকটি সিরিয়ালের সময়। যেখানে আজকে বেশ কয়েকটি আরো নতুন সিরিয়াল। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে পিআরপি লড়াইকে এগিয়ে কে থাকে তা বরাবরই সময় বলবে (TRP Bangla Serial)।












