দীপাবলির পর বাড়ল নম্বর, TRP তালিকায় চমক জগদ্ধাত্রী-ফুলকির, কোথায় জায়গা হল পরিণীতার?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কালীপুজো-দিওয়ালির জন্য দেরিতে এল এ সপ্তাহের বাংলা সিরিয়ালের টিআরপি (TRP)। গত বৃহস্পতিবারের বদলে আজ সোমবার প্রকাশ করা হল তালিকা। পুজো মিটতেই নম্বর বাড়ল সিরিয়ালগুলির। নতুন পুরনো মিলিয়ে জি বাংলারই দাপট টিআরপি (TRP) তালিকায়। কে কোন স্থানে রয়েছে?

কোন সিরিয়ালের টিআরপি (TRP) নাচছে

বরাবরের মতো প্রথম স্থান দখলে রেখেছে ‘পরিণীতা’। সিরিয়ালের ট্র্যাকে বদল আসতেই হু হু করে বেড়েছে নম্বর। পারুলের মাকে খোঁজার লড়াইয়ে টিআরপি বেড়েছে লক্ষণীয় ভাবে। ৭.৫ নিয়ে শীর্ষস্থানে জায়গা করেছে ধারাবাহিকটি (TRP)। দ্বিতীয় স্থানে রয়েছে এই মুহূর্তের অন্যতম পুরনো ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। পুরনো হলেও নতুনদের টেক্কা দিয়ে দু নম্বরে উঠে এসেছে সিরিয়ালটি। এই মেগার প্রাপ্ত নম্বর ৬.৭।

Trp list of bengali serial came late

জলসার সিরিয়াল কোথায়: ‘চিরদিনই তুমি যে আমার’ জায়গা পেয়েছে তৃতীয় স্থানে। আর্য অপর্ণার জুটি ৬.৫ পয়েন্ট পেয়েছে। চতুর্থ স্থানে রয়েছে ফুলকি এবং পরশুরাম। এই দুই সিরিয়ালের (TRP) প্রাপ্ত নম্বর ৬.৪। স্টার জলসার একমাত্র পরশুরামই জায়গা পেয়েছে প্রথম পাঁচে।

অন্যান্যরা আঐওোপঞ্চম স্থানে ৬.২ পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছে ‘আমাদের দাদামণি’। নম্বর বাড়িয়ে প্রথম পাঁচে উঠে এসেছে ধারাবাহিকটি। তারপরেই ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। সিরিয়ালটির (TRP) প্রাপ্ত নম্বর ৬.১। স্থানে ৬.২ পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছে ‘আমাদের দাদামণি’। নম্বর বাড়িয়ে প্রথম পাঁচে উঠে এসেছে ধারাবাহিকটি। তারপরেই ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৬.১।

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

প্রথম- পরিণীতা (৭.৫)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৬.৭)

তৃতীয়- চিরদিনই তুমি যে আমার (৬.৫)

চতুর্থ- ফুলকি, পরশুরাম (৬.৪)

পঞ্চম- আমাদের দাদামণি (৬.২)

ষষ্ঠ- রাঙামতি তীরন্দাজ (৬.১)

সপ্তম- জোয়ার ভাঁটা, রাজরাজেশ্বরী রাণী ভবানী (৫.৯)

অষ্টম- ও মোর দরদিয়া (৫.৫)

নবম- চিরসখা, লক্ষ্মীঝাঁপি (৫.২)

দশম- তুই আমার হিরো (৫.০)

এ সপ্তাহে বড়সড় রদবদল হয়েছে টিআরপি তালিকায়। বেশ কিছু ধারাবাহিকের নম্বর বেড়েছে। বড় পুজোগুলিয ক্ষেত্রেও টিআরপি বেড়েছে বেশ অনেকটাই।