বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। নতুন পুরনো মিলিয়ে এ সপ্তাহেও টিআরপি (TRP) তালিকায় বেশ কিছু অদলবদল হয়েছে। কিছু সিরিয়ালের নম্বর আরও কমেছে। আবার কিছু নতুন ধারাবাহিক নম্বর বাড়িয়ে উঠে এসেছে টিআরপি শীর্ষে। স্টার জলসার সিরিয়ালগুলির টিআরপি এ সপ্তাহেও বেড়েছে লক্ষণীয় ভাবে।
টিআরপি (TRP) তালিকায় বিরাট রদবদল
এ সপ্তাহের টিআরপি (TRP) তালিকাতেও জি বাংলার অবস্থা বেশ শোচনীয়ই বলা চলে। নম্বর কমেছে পরিণীতার। এ সপ্তাহে সোজা তৃতীয় স্থানে জায়গা পেয়েছে ধারাবাহিকটি। ৬.৩ নম্বর পেয়েছে পরিণীতা। নম্বর (TRP) কমেছে জি বাংলার আরও কিছু সিরিয়ালের।

নম্বর কমল একগুচ্ছ সিরিয়ালের: গত কয়েক সপ্তাহের মতো এ সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। তারপরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘বিদ্যা ব্যানার্জি’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৬। চতুর্থ স্থানে একসঙ্গে জায়গা পেয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ এবং ‘জগদ্ধাত্রী’। এই দুই সিরিয়ালের (TRP) প্রাপ্ত নম্বর ৬.১। তৃতীয় স্থানে রয়েছে জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। সিরিয়ালের প্রাপ্ত টিআরপি ৬.৫।
কে কোন স্থানে রয়েছে: পঞ্চম স্থানে রয়েছে জি এর ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘আমাদের দাদামণি’। এই দুই সিরিয়াল (TRP) পেয়েছে ৬.০। এরপরেই ছয় নম্বরে রয়েছে ‘চিরসখা’ এবং ‘জোয়ার ভাঁটা’। এই দুই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭।
আরও পড়ুন : খসড়া তালিকায় তথ্য সংশোধনে বাধ্যতামূলক আধার কার্ড, বড় আপডেট কমিশনের
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম (৬.৮)
দ্বিতীয়- বিদ্যা ব্যানার্জি (৬.৬)
তৃতীয়- পরিণীতা (৬.৩)
চতুর্থ- রাঙামতি তীরন্দাজ, জগদ্ধাত্রী (৬.১)
পঞ্চম- চিরদিনই তুমি যে আমার, আমাদের দাদামণি (৬.০)
ষষ্ঠ- ফুলকি (৫.৮)
সপ্তম- চিরসখা, জোয়ার ভাঁটা (৫.৭)
অষ্টম- ও মোর দরদিয়া, লক্ষ্মীঝাঁপি (৫.৪)
নবম- কম্পাস (৫.০)
দশম- তুই আমার হিরো, কনে দেখা আলো (৪.৮)
আরও পড়ুন : রেজিস্ট্রেশনে ঢিলেমি, টোটো মালিকদের আবেদনে ১ মাস বাড়ল নাম নথিভুক্তির সময়সীমা
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বর কমেছে। বিশেষ করে জি বাংলার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। স্টার জলসার বেশিরভাগ সিরিয়ালেরই নম্বর বেড়েছে।












