বাংলাহান্ট ডেস্ক : এক দিন দেরিতে এসেছে এবারের টিআরপি (TRP) তালিকা। আজ শুক্রবার প্রকাশ্যে এল সিরিয়ালের টিআরপি। আর সেখানেই দেখা গেল, ফের বড়সড় অদলবদল হয়েছে তালিকায়। একাধিক ধারাবাহিকের স্থান বদলেছে। কিছু কিছু সিরিয়াল আবার নম্বর বাড়িয়ে উঠে এসেছে তালিকার শুরুর দিকে।
টিআরপি (TRP) তালিকায় ওলটপালট
গত সপ্তাহেই নিজের সিংহাসন হারিয়েছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। এ সপ্তাহেও হারানো স্থান ফেরাতে পারেনি সিরিয়ালটি। বেঙ্গল টপারের তকমা নিজের দখলেই রাখল ‘পরশুরাম’। এই সপ্তাহে সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.০।
নম্বর কমল রাণী ভবানীর: গত সপ্তাহের মতোই দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাণী ভবানী’ এবং ‘চিরসখা’। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৯। এরপর তিন নম্বরে ৬.৬ টিআরপি (TRP) নিয়ে জায়গা করেছে জি বাংলার দুই সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ এবং ‘পরিণীতা’। এ সপ্তাহে ফের নম্বর বাড়িয়ে তালিকার উপরে উঠে এসেছে সিরিয়াল।
কেমন ফল জি বাংলার: ৬.৪ টিআরপি (TRP) নিয়ে চতুর্থ স্থানে জায়গা হয়েছে ‘ফুলকি’র। নম্বর বেড়েছে এই মেগারও। তারপরেই পঞ্চম স্থানে রয়েছে জলসারই আরেকটি জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তীরন্দাজ’। ৬.১ নম্বর পেয়েছে এই সিরিয়াল। একটানা প্রথম পাঁচেই জায়গা ধরে রেখেছে সিরিয়ালটি। সামান্য কম নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে জায়গা হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’এর। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.০।
আরও পড়ুন : দেশের শীর্ষ আদালতের সর্বোচ্চ পদে বাঙালি বিচারপতি! তালিকায় পরবর্তী সম্ভাব্য নাম আর কারা?
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম (৭.০)
দ্বিতীয়- রাজরাজেশ্বরী রাণী ভবানী, চিরসখা (৬.৯)
তৃতীয়- জগদ্ধাত্রী, পরিণীতা (৬.৬)
চতুর্থ- ফুলকি (৬.৪)
পঞ্চম- রাঙামতি তীরন্দাজ (৬.১)
ষষ্ঠ- চিরদিনই তুমি যে আমার (৬.০)
সপ্তম- আমাদের দাদামণি (৫.৮)
অষ্টম- গৃহপ্রবেশ, অনুরাগের ছোঁয়া (৫.৫)
নবম- কথা (৪.৮)
দশম- তুই আমার হিরো (৪.৫)
আরও পড়ুন : বাংলা বলায় ‘বাংলাদেশি’ তকমা, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের
টিআরপি টপারের ক্ষেত্রে পরিবর্তন না হলেও জি বাংলার ধারাবাহিকগুলির নম্বর বেড়েছে। গল্পে নতুন ট্র্যাক এনে চমক দিচ্ছে বিভিন্ন ধারাবাহিক। নতুন সিরিয়ালগুলিও ভালো ফল করছে।