বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার মানেই টিআরপি (TRP) প্রকাশ্যে আসার দিন। কোন সিরিয়াল সপ্তাহ জুড়ে কেমন পারফর্ম করল তার রিপোর্ট কার্ড বেরোয় এদিন। গত কয়েক সপ্তাহ ধরে জি বাংলা এবং স্টার জলসার সিরিয়ালগুলির মধ্যে চলছে জোরদার টক্কর। প্রথম স্থানে এ সপ্তাহেও জায়গা ধরে রেখেছে জলসার সুপারহিট ‘পরশুরাম’। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৭.৩।
টিআরপির (TRP) খেলা জমেছে দুই চ্যানেলে
গত সপ্তাহে প্রথম স্থান থেকে ছিটকে চতুর্থ স্থানে নেমে গিয়েছিল ‘পরিণীতা’। রায়ান পারুলের গল্প এ সপ্তাহে তুলতে পেরেছে ৭.১ নম্বর। চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে ধারাবাহিকটি। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ ও ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। সিরিয়ালদুটির প্রাপ্ত নম্বর ৭.২।

নম্বর বাড়ল একাধিক সিরিয়ালের: তৃতীয় স্থানে ‘পরিণীতা’র সঙ্গে জায়গা করে নিয়েছে স্টার জলসার আরেকটি নতুন সিরিয়াল ‘ও মোর দরদিয়া’। এই সিরিয়ালেরও প্রাপ্ত নম্বর ৭.১। চতুর্থ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’। সিরিয়ালের (TRP) প্রাপ্ত নম্বর ৬.৮।
কে কোন স্থানে রয়েছে: পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’। এই সপ্তাহে এই সিরিয়ালের (TRP) প্রাপ্ত নম্বর ৬.৪। এরপরেই ছয় নম্বরে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘আমাদের দাদামণি’। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.০।
আরও পড়ুন : জানতেন তাঁর ডাক আসবে, SIR শুনানি নিয়ে অবশেষে মুখ খুললেন দেব
বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা
প্রথম- পরশুরাম (৭.৩)
দ্বিতীয়- রাঙামতি তীরন্দাজ, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (৭.২)
তৃতীয়- পরিণীতা, ও মোর দরদিয়া (৭.১)
চতুর্থ- তারে ধরি ধরি মনে করি (৬.৮)
পঞ্চম- লক্ষ্মী ঝাঁপি (৬.৪)
ষষ্ঠ- চিরদিনই তুমি যে আমার, আমাদের দাদামণি (৬.০)
সপ্তম- কম্পাস, বেশ করেছি প্রেম করেছি (৫.৯)
অষ্টম- জোয়ার ভাঁটা, চিরসখা (৫.৮)
নবম- তুই আমার হিরো (৫.১)
দশম- কুসুম (৪.৯)
আরও পড়ুন : SSC মামলায় বিরাট মোড়! প্রকাশ হবে নতুন তালিকা, কড়া ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট
এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।












