বাংলা হান্ট ডেস্ক : নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মত তৃতীয় সপ্তাহেও টিআরপি (Target Rating Point) তালিকায় এল চমকপ্রদ রদবদল। একটানা কয়েকমাস বেঙ্গল টপার থাকলেও গত দুই সপ্তাহ ধরে সেরার শিরোপা হারিয়েছে সূর্য এবং দীপার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। বলা ভালো বিগত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসাকে (Star Jalsha) মাত দিচ্ছে জি বাংলা (Zee Bangla)। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটে স্থানই দখল করে রেখেছে জি বাংলার মেগাগুলি।
বিশেষ করে গত সপ্তাহে মানালি দে-র ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালকে বেঙ্গল টপার হতে দেখে বেশ অবাকই হয়েছিল নেটিজনরা। কারণ বিতর্ক দিয়ে শুরু হওয়া এই মেগা যে কখনও ‘অনুরাগের ছোঁয়া’কে হারিয়ে দেবে এটা কেউ ভাবতেই পারেনি। তবে কার্যত সেটাই করে দেখিয়েছে শিমুল এবং মধুবালার জুটি। শাশুড়ি বৌমার যুগলবন্দী দেখে নেটিজনরা যে সত্যিই কাবু তা টিআরপি তালিকা দেখলেই স্পষ্ট।
চলতি সপ্তাহেও বজায় রইল জি বাংলার দাপট। এবারও সবাইকে অবাক করে যৌথভাবে প্রথম স্থান দখল করে বসে রইল ‘কার কাছে কই মনের কথা’ ও পর্ণা সৃজনের ‘নিম ফুলের মধু’। একদিকে শিমুলের মৃত্যুর মুখ থেকে ফিরে আসা অন্যদিকে চয়নকে সুবিচার পাইয়ে দিতে পর্ণা-সৃজনের লড়াই দারুণ পছন্দ করেছে দর্শকরা। উল্লেখ্য, শিমুল-পর্ণার প্রাপ্ত নম্বর (৭.৯)।
আরও পড়ুন : যাত্রী সুবিধার্থে হাওড়া-শিয়ালদহ রুটে প্রায় ২০০ স্পেশাল ট্রেনের ঘোষণা! বড় উপহার রেলের
তার একটু পরেই রয়েছে ‘ফুলকি’। জি বাংলার এই মেগার দখলে রয়েছে (৭.৮) পয়েন্ট। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার আরেক সফল সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। জ্যাস স্যানালের ঝুলিতে রয়েছে (৭.৭) পয়েন্ট। এবং তারপরেই রয়েছে এককালীন বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’। দীর্ঘদিন সেরার স্থান দখল করে রাখা এই সিরিয়াল এখন রয়েছে চতুর্থ স্থানে। নেটিজনরা বলছে একঘেয়ে ট্র্যাকই নাকি এর কারণ। সিরিয়ালটি চলতি সপ্তাহে পেয়েছে (৭.০) পয়েন্ট।
আরও পড়ুন : রেল যাত্রীদের জন্য সুখবর! এবার সবাই পাবেন কনফার্ম টিকিট, বিরাট ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের
রইল চলতি সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা :
প্রথম : কার কাছে কই এবং নিম ফুলের মধু (৭.৯)
দ্বিতীয় : ফুলকি (৭.৮)
তৃতীয় : জগদ্ধাত্রী (৭.৭)
চতুর্থ : অনুরাগের ছোঁয়া (৭.০)
পঞ্চম : সন্ধ্যাতারা (৬.৪)
ষষ্ঠ : তোমাদের রাণী (৬.৩)
সপ্তম : তুঁতে এবং Love বিয়ে আজকাল (৬.২)
অষ্টম : জল থই থই ভালোবাসা (৬.১)
নবম : হরগৌরী পাইস হোটেল (৫.৯)
দশম : তুমি আশেপাশে থাকলে(৫.২)