আমেরিকায় কড়া নিয়ম আনল ট্রাম্প প্রশাসন! চিন্তা বাড়ল লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়ার

Published on:

Published on:

Trump administration brings strict rules in America

বাংলাহান্ট ডেস্ক:- আমেরিকায় (America) বিদেশি পড়ুয়াদের ভিসা নিয়ে নয়া নিয়ম ট্রাম্প (Donald Trump)সরকারের। এবার বিদেশি পড়ুয়াদের বসবাসের নির্দিষ্ট মেয়াদ বেঁধে দিচ্ছে আমেরিকা। বর্তমানে পড়ুয়ারা (এফ ভিসা) এবং এক্সচেঞ্জ (জে ভিসা)-র মাধ্যমে আমারিকায় পড়ুয়াদের থাকার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। এবার নিয়মেই বদল আনতে চলেছে মার্কিন প্রশাসন।

আমেরিকায় পড়ুয়াদের ভিসায় বদল (America)

আমেরিকায় পড়তে যাওয়ার স্বপ্ন অনেক তরুণ-তরুণীর কাছে এক বিশেষ আকর্ষণ। কিন্তু এবার সেই স্বপ্নে কঠিন বাঁধা আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক পড়ুয়া, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা অতিথি এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসার নিয়ম আরও কঠোর করার পথে হাঁটছে হোয়াইট হাউস। এতদিন পর্যন্ত স্টুডেন্ট (এফ ভিসা) এবং এক্সচেঞ্জ (জে ভিসা) নিয়ে আমেরিকায় আসা বিদেশি পড়ুয়ারা যতদিন তাঁদের পড়াশোনা চলত ততদিন সেখানে থাকতে পারতেন। এই ব্যবস্থাকে বলা হতো ‘ডিউরেশন অব স্টেটাস সিস্টেম’। কিন্তু এবার সেই নিয়ম বাতিল করে দেওয়া হচ্ছে। এর বদলে আসছে নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত একটি নতুন নিয়ম—‘ফিক্সড ভিসা মেয়াদ’।

আরও পড়ুন:-আড়াই হাজার কোটি টাকা খরচ করে ফেরানো হচ্ছে হাসিনাকে? বিষ্ফোরক দাবি ঘিরে সরগরম বাংলাদেশ

নতুন প্রস্তাব অনুযায়ী, বিদেশি পড়ুয়ারা সর্বাধিক চার বছর পর্যন্ত আমেরিকায় থাকতে পারবেন। চার বছরের বেশি সময় থাকলে তাঁদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে আমেরিকা সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসে। অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের (আই ভিসা) ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৪০ দিন। সাংবাদিকরা চাইলে মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন, তবে সেটি প্রশাসনের অনুমোদনের উপর নির্ভর করবে। বিশেষভাবে চিনা সাংবাদিকদের জন্য আরও কঠোর নিয়ম আনা হয়েছে—তাঁরা ৯০ দিনের বেশি আমেরিকায় থাকতে পারবেন না।

ট্রাম্প প্রশাসনের দাবি, এতদিন ভিসা ব্যবস্থার ফাঁকফোকর কাজে লাগিয়ে বহু বিদেশি পড়ুয়া অনির্দিষ্টকাল ধরে আমেরিকায় থেকে যাচ্ছিলেন। কেউ কেউ দীর্ঘ সময় পড়াশোনার অজুহাতে বসবাস চালিয়ে যাচ্ছিলেন, যা একদিকে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে, অন্যদিকে মার্কিন করদাতাদের অর্থের উপর বাড়তি চাপ ফেলছে। প্রশাসনের বক্তব্য, বিদেশি পড়ুয়ারা মার্কিন করদাতাদের টাকায় অগাধ সুযোগ-সুবিধা ভোগের যোগ্য নয়। নতুন নিয়ম কার্যকর হলে এই চাপ অনেকটা কমবে বলে দাবি সরকারের।

Trump administration brings strict rules in America

আরও পড়ুন:-রাশিয়া-ইউক্রেন সংঘাত আসলে “মোদীর যুদ্ধ”, অদ্ভুত যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন ট্রাম্পের সচিব

বর্তমানে কমপক্ষে ১৬ লক্ষ পড়ুয়া ভিসা নিয়ে আমেরিকায় বসবাস করছেন, যার মধ্যে প্রায় ৩ লক্ষ ভারতীয় শিক্ষার্থী রয়েছেন। পাশাপাশি প্রায় ১৩ হাজার বিদেশি সাংবাদিকও বিভিন্ন ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই নতুন প্রস্তাব কার্যকর হলে তাঁদের অনেকেই অনিশ্চয়তার মুখে পড়বেন। যদিও ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ নিরাপত্তাকে কারণ হিসেবে দেখালেও শিক্ষা প্রতিষ্ঠান ও মিডিয়া সংগঠনগুলির তরফে উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য, এর আগেও ২০২০ সালে ট্রাম্প সরকার একই ধরনের প্রস্তাব সামনে এনেছিল। তবে ২০২১ সালে জো বাইডেন ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে আলোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করেন। এবার ফের ট্রাম্প প্রশাসনের প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সাংবাদিকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।