করোনা ভাইরাসের চিকিৎসায় ৩ মাসের বেতন দান করলেন ট্রাম্প

Published On:

এমন এক দরুন কাজে সবাইকে হকচকিয়ে দিল মার্কিন প্রেসিডেন্ট। নিজের তিনমাসের বেতন পুরোটাই দান করলেন করোনা আক্রান্তদের জন্য। বুধবার হোয়াইট হাউস সূত্রে তা জানা গিয়েছে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসেআক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের প্রত্যেকেই ওয়াশিংটনের বাসিন্দা। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা আরও দশগুণ। চীন থেকে শুরু হওয়া করোনা ভাইরাস বর্তমানে ৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯০ হাজারের বেশি। টুইট দেখে জানা গিয়েছে, কোন খাতে কত টাকা খরচ হয়েছে। তিনি ২০১৯ সালের শেষ তিনমাসের বেতন দান করেছেন। ভারতীয় মুদ্রায় ৭৩,২৫,৫৫০ টাকা।

সমীক্ষায় দেখা গিয়েছে, করোনা ভাইরাসের  (corona virus) জন্য দেশের মোট ৬০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে। এখন শুধু চিনে না, মোট ৭০টির বেশী দেশে এই রোগ ছড়িয়ে গেছে। আর এটাই এখন চিন্তার বিষয়। তবে এর জন্য প্রতিটা দেশ তাদের তরফ থেকে দারুণ ভাবে ব্যবস্হা নিচ্ছে। এখন মোট ৯ জন মারা গেছে আমেরিকায়, এর থেকে ১০ গুণ লোক এখন ভর্তি এখন হাসপাতালে। তো এটা যে ধীরে ধীরে সব জায়গায় বাড়ছে, এটাই সব থেকে বেশী চিন্তার বিষয়।

X