মারা গেলেন ট্রাম্পের সবথেকে বড় ভারতীয় ফ‍্যান, বাড়িতে ছিল ৬ ফুটের ট্রাম্পের মূর্তি সহ বিরাট মন্দির

বাংলাহান্ট ডেস্কঃ এ যেন পুরো সেলুলয়েডের গল্প! সুদূর মার্কিন মুলুকে করোনা আক্রান্ত হয়েছিলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald trump)। এদিকে চিন্তায় পড়ে গেছিলেন তাঁর পরম ভক্ত তেলেঙ্গানার কৃষ্ণ (Krisha)। মার্কিন রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রীর আরোগ্য কমনা করে শুরু করলেন নির্জলা উপবাস। মানুষের শরীর, সহ‍্য হল না আচমকা উপবাসের ঝোক্কি। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ট্রাম্পের সবথেকে বড় ফ‍্যান।

বাড়িতেই ছিল ৬ ফুট ট্রাম্পের মূর্তি
হায়দ্রাবাদ থেকে ১২০ কিমি দূরে জানগাও জেলার বাসিন্দা ছিলেন কৃষ্ণ। নিজের বাড়িতেই একটি মন্দির তৈরি করে প্রায় ২ লক্ষ টাকা খরচা করে সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৬ ফুটের একটি মূর্তি প্রতিষ্ঠা করেন। গত বছর ১৪ ই জুন তিনি ২০ জন ব‍্যক্তির সাহায্যে সেই মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করেন।

IMG 20201013 125722

ভগবানের আসনে বসিয়ে দুধ সহযোগে করতেন পুজো
রাষ্ট্রপতি ট্রাম্পের এই মূর্তি তিনি প্রতিদিন দুধ দিয়ে ধুইয়ে দিতেন। প্রতিদিন ট্রাম্পের মূর্তি পুজো করে, পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। পাশাপাশি কৃষ্ণ নিজের ব‍্যবহৃত বিভিন্ন জিনিস, এমনকি মোবাইলের ব‍্যাক কভারেও ট্রাম্পের ছবি লাগিয়েছিলেন।

বিশ্বের একমাত্র মন্দির
আশেপাশের লোকজন প্রথম প্রথম তাকে পাত্তা দিত না। পাগলের কান্ডকারখানা বলে হেসেই উড়িয়ে দিত। কিন্তু তারা যখন জানতে পারলেন, বিশ্বের মধ্যে কৃষ্ণের বাড়িতেই একমাত্র মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের মন্দির রয়েছে, তার পর থেকেই তারা তাকে সম্মান করতে শুরু করে।

images 11 20

সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তার পত্নী করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রথম দিকে তারা কোয়ারেন্টিনে থাকলেও, পরবর্তীতে ট্রাম্পের শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে তারা দুজনেই সুস্থ আছেন। কিন্তু প্রিয় মানুষের অসুস্থতা মেনে নিতে পারেন নি কৃষ্ণ। প্রিয় রাষ্ট্রপতির সুস্থতা কামনা করে তাই উপবাস করে অকালে নিজেই প্রাণ হারালেন ট্রাম্পের জাবরা ফ‍্যান।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর