শান্তির বিনিময়ে ভূখণ্ড? ট্রাম্পের পরিকল্পনায় বিতর্ক, ন্যাটো থেকেও বঞ্চিত হতে পারে ইউক্রেন! বাড়ছে শঙ্কা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: আমেরিকার মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার (Russia-Ukraine) শান্তি আলোচনা বারবার ব্যর্থ হওয়ার পর অবশেষে নতুন পথে উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধ থামাতে তিনি কিয়েভ প্রশাসনের কাছে ২৮ দফার একটি খসড়া শান্তি-পরিকল্পনা পাঠিয়েছেন। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, এটি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং আলোচনার জন্য একটি ভিত্তিপত্র মাত্র। তাঁর মতে, দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা যুদ্ধের অবসান টানতে উভয় পক্ষকেই কিছুটা নমনীয় হতে হবে।

রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন চাল

তবে ট্রাম্পের পরিকল্পনা সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইউক্রেনের (Russia-Ukraine) পশ্চিমা সমর্থক দেশগুলি—ইউরোপীয় ইউনিয়নের নেতারা, কানাডা এবং জাপান—পরিকল্পনার কিছু দিককে ইতিবাচক বলে মন্তব্য করলেও দুইটি বড় শর্ত নিয়ে তাঁরা কড়া আপত্তি তুলেছেন। প্রথম আপত্তি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে। প্রস্তাবে বলা হয়েছে, দোনেৎস্ক, লুহানস্ক-সহ পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দেওয়ার বিষয়ে কিয়েভকে রাজি হতে হবে। ইউক্রেন কর্তৃপক্ষ এবং তাদের পশ্চিমা মিত্ররা মনে করছেন, এই শর্ত গ্রহণ করা মানে আক্রমণের কাছে আত্মসমর্পণ করা।

আরও পড়ুন:জি-২০–তে ফের বাজল ‘মেলোডি’ সুর!মোদি–মেলোনির হাসিমুখে নেটদুনিয়ায় হইচই

দ্বিতীয় আপত্তি ইউক্রেনের (Russia-Ukraine) প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে। ট্রাম্পের পরিকল্পনায় ইউক্রেনের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস করার প্রস্তাব রয়েছে, যা ভবিষ্যতে দেশটিকে আরও বেশি ঝুঁকির মুখে ফেলতে পারে বলে মনে করছে পশ্চিমা দেশগুলি। ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার সম্ভাবনাও এই পরিকল্পনার মাধ্যমে কার্যত বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, যা কিয়েভের দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্যকে সরাসরি আঘাত করছে।

ইউক্রেনের (Russia-Ukraine) প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিও খসড়া পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, আমেরিকা তাঁদের ওপর এই শর্ত মেনে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। জেলেনস্কির মতে, ইউক্রেন তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত জটিল হলেও দেশের সার্বভৌমত্ব ও সম্মানের প্রশ্নে কোনও আপস করা সম্ভব নয়। তিনি আলোচনায় বসতে রাজি হলেও স্পষ্ট জানিয়েছেন যে, দেশকে ভৌগোলিক বা সামরিকভাবে দুর্বল করে এমন কোনও পরিকল্পনা তাঁরা গ্রহণ করবেন না।

Trump's new move to stop the Russia-Ukraine war.

আরও পড়ুন:নিশ্চিন্তে থাকার দিন শেষ, ভূমিকম্পে কী প্রভাব পড়বে কলকাতায়? বড়সড় আশঙ্কার কথা শোনালেন ভূবিজ্ঞানীরা

পরিকল্পনা নিয়ে উত্তেজনা বাড়তেই আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে জেনেভায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। রবিবার অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইউক্রেনের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সেখানে ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা বিস্তারিতভাবে আলোচনা হবে বলে জানা গেছে। ইউক্রেনকে এই মাসের ২৭ তারিখের মধ্যেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যুদ্ধ পরিস্থিতি কোনদিকে মোড় নেবে, তা অনেকটাই নির্ভর করবে আসন্ন এই বৈঠক ও কিয়েভের প্রতিক্রিয়ার ওপর।