ট্রাম্পের “শুল্কবোমা”-র নামমাত্র প্রভাব ভারতীয় অর্থনীতিতে! কী জানালেন মোদীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা?

Published on:

Published on:

Trump's tariff bomb has had a negligible impact on the Indian economy

বাংলাহান্ট ডেস্ক:- ‘ভারতীয় অর্থনীতিকে (Indian Economy) টলাতে পারবে না আমেরিকা’ (America), ট্রাম্পের ৫০% আরোপের পরেও দৃঢ় বিশ্বাসী মোদীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। ফের একবার ভারতীয় রপ্তানি পণ্যের ওপর মার্কিন প্রশাসনের কড়া পদক্ষেপ ঘিরে অর্থনৈতিক মহলে উদ্বেগ বাড়লেও পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় সরকারের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতীয় রপ্তানি পণ্যের ওপর এক ধাক্কায় ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর জেরে আন্তর্জাতিক বাণিজ্য মহলে অস্থিরতা তৈরি হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ নাগেশ্বরন (V Anand Nageshwaran) জানিয়েছেন, এই শুল্কের অভিঘাত ভারতীয় অর্থনীতিতে (Indian Economy) খুব সীমিত থাকবে। তাঁর দাবি, মার্কিন বাজারে যেসব রপ্তানি-নির্ভর শিল্প বেশি ভরসা করে, মূলত সেই ক্ষেত্রেই চাপ তৈরি হবে। তবে এই ধাক্কা দেশজুড়ে বড় ধরনের কর্মসংস্থান ক্ষতির দিকে ঠেলে দেবে না।

ভারতীয় অর্থনীতিতে শুল্কবোমার প্রভাব (Indian Economy)

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, নাগেশ্বরন বলেছেন, যেসব শিল্প মার্কিন বাজারমুখী, সেখানেই চাকরি হারানোর কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু সেই ক্ষতির মাত্রা খুব সীমিত থাকবে। অনেক প্রতিষ্ঠান বিকল্প বাজার খুঁজে নিতে পারে, আবার কেউ কেউ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কর্মীদের ধরে রাখার পথ বেছে নেবে। তাঁর মতে, সাময়িক অনিশ্চয়তার মধ্যেও অনেক সংস্থা শ্রমিক ছাঁটাই না করে স্থিরতা বজায় রাখতে চাইবে।

আরও পড়ুন:- “কেউ সন্ত্রাসবাদকে সমর্থন করলে আমরা মেনে নেব?” SCO সম্মেলনে শরিফের সামনেই গর্জে উঠলেন মোদী

তিনি আরও জানিয়েছেন, মার্কিন শুল্ক বৃদ্ধির অভিঘাত থেকে ভারতীয় অর্থনীতিকে (Indian Economy) রক্ষা করার সবচেয়ে বড় ভরসা গ্রামীণ চাহিদা। এ বছর ভাল বর্ষার ফলে কৃষি উৎপাদন বেড়েছে, যা গ্রামীণ অঞ্চলের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করেছে। এর জেরে দেশীয় ভোগ চাহিদা আরও বাড়বে এবং রপ্তানি ক্ষতির ভারসাম্য রক্ষা করতে পারবে। নাগেশ্বরনের কথায়, চাকরি হারালেও তা ব্যাপক আকার নেবে না। চাঙ্গা গ্রামীণ অর্থনীতি বহিরাগত ধাক্কা কাটিয়ে উঠতে সাহায্য করবে।

উল্লেখ্য, এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। পরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি অব্যাহত রাখায় অতিরিক্ত আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। অর্থাৎ বর্তমানে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে ভারতীয় রপ্তানির ওপর। শুধু তাই নয়, ওয়াশিংটন সতর্ক করেছে, মস্কোর সঙ্গে তেল বাণিজ্য চালালে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা জারি হতে পারে।

Trump's tariff bomb has had a negligible impact on the Indian economy

আরও পড়ুন:- রুশ তেল কেনায় ভারতের ব্রাহ্মণরা হচ্ছেন লাভবান! ফের বিতর্কিত মন্তব্য ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি ভারতীয় রপ্তানিকারকদের জন্য অবশ্যই একটি ধাক্কা। তবে সরকার এবং অর্থনৈতিক উপদেষ্টার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে দেশীয় বাজার এবং গ্রামীণ চাহিদার উপর নির্ভর করেই এই চাপ মোকাবিলা করা সম্ভব হবে। আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও ভারতীয় অর্থনীতির ভিত যে মজবুত, তার পুনরায় ইঙ্গিত দিলেন নাগেশ্বরন।