বাংলা হান্ট ডেস্ক : ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে মন্দির। আনাচে কানাচে মন্দিরের নিদর্শনও খুঁজে পেয়েছেন ঐতিহাসিকরা।তাই তো ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন দেবদেবীর মূর্তি ও মন্দির বিদেশের ভ্রমন পিপাসু মানুষের কাছে অন্যতম আকর্ষণের জিনিস। পাঞ্জাবের স্বর্ণ মন্দির থেকে পুরীর জগন্নাথ মন্দির কিংবা নবদ্বীপ ধাম সর্বত্রই যেন ভক্তির ছোঁয়া।তবে এবার আবারও এক নতুন মন্দির নির্মানের মধ্য দিয়ে অনন্য নজির গড়তে চলেছে ভারত।
তিরুমালা তিরুপতি দেভাস্থানাম বা টিটিডি জম্মু ও পবিত্র স্থান বারানসীতে ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দির নির্মানের সিদ্ধান্ত নিয়েছে। টিটিডি সূত্রে জানানো হয়েছে এই মন্দির নির্মানের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার বোর্ডের তরফে মন্দির নির্মানের জন্য সমস্ত সিদ্ধান্তই গৃহীত হয়েছে।মন্দির নির্মান প্রসঙ্গে বলতে গিয়ে সংস্থার চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি জানিয়েছেন,যেহেতু বারানসীকে পবিত্র তীর্থক্ষেত্র বলা হয়ে থাকে তাই সেখানেই ভেঙ্কটেশ্বর মন্দির নির্মানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাই উত্তরপ্রদেশর সরকারকে চিঠি পাঠিয়ে মন্দির নিম্রানের জন্য অনুমতি চাওয়া হবে, পাশাপাশি মন্দিরের জন্য জমিও চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন সদ্য কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি পাওয়া জম্মু সরকারকেও অনুমোদ দেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। তাঁদেরও চিঠি দিয়ে জানানো হবে টিটিডি জম্মুতেও মন্দির নিম্রান করতে চায়। এবং জম্মু সরকারের কাছ থেকেও জমি চাওয়া হবে।
অন্যদিকে টিটিডি সূত্রে জানানো হয়েছে সংস্থার নাম করে ভুয়ো প্রচার রুখতে ও সাইবার অপরাধ রোধ করতেও তাঁরা সদা নজরদারি চালাচ্ছে। তাই তো রাজ্যের সাইবার ক্রাইম দফতরের সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে জানানো হয়েছে। তাই শীঘ্রই টিটিডি সাইবার সিকিউরিটি বিভাগ চালু করবে বলে জানিয়েছে।