দুমাসও কাটল না, সিরিয়াল ছাড়তে বাধ্য হলেন তুলিকা বসু! ইন্ডাস্ট্রিকে নিয়ে বিষ্ফোরক অভিনেত্রী

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের কাছে দৈনন্দিন বিনোদনের জন্য সবথেকে জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে সিরিয়াল (Serial)। সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকের ধরণ ধারণ বদলালেও দর্শকদের চাহিদা অনুযায়ী সিরিয়াল নিয়ে আসছেন নির্মাতারা। বর্তমানে টেলিভিশনে একগুচ্ছ চ্যানেল। সেখানে সিরিয়ালের (Serial) সংখ্যাও কম নয়। কিন্তু মাঝেমাঝেই ধারাবাহিকগুলিতে নানান পরিবর্তনের খবর পাওয়া যায়। হয় গল্পের ট্র্যাক বদল হয়, নয়তো কোনও অভিনেতা অভিনেত্রী আচমকাই বেরিয়ে যান সিরিয়াল (Serial) ছেড়ে।

শুরু হতে না হতেই সিরিয়াল (Serial) ছাড়তে বাধ্য হলেন তুলিকা বসু

সম্প্রতি অভিনেত্রী তুলিকা বসুর (Tulika Basu) সঙ্গে ঘটেছে এমনই ঘটনা। সান বাংলার ‘বৃন্দাবন বিলাসিনী’ সিরিয়ালে কাজ শুরু করেছিলেন তিনি। দীর্ঘ ৮ মাস ছোটপর্দা থেকে দূরে থাকার পর এই ধারাবাহিকে (Serial) একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। কিন্তু সিরিয়াল শুরু হতে না হতেই আচমকা বাদ পড়লেন তুলিকা। বা বলা ভালো, বাধ্য হয়েই সিরিয়াল (Serial) ছাড়তে হল তাঁকে।

Tulika basu had to quit serial in just two months

কেন এমন পরিস্থিতি: মাত্র দু মাসের মধ্যেই সিরিয়াল (Serial) ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন তুলিকা বসু। এই ধারাবাহিক ছাড়াও যাত্রায় অভিনয় শুরু করেছিলেন তিনি। সিরিয়াল (Serial) শুরুর আগেই এ বিষয়ে নির্মাতাদের সঙ্গে কথাও বলে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তারপরেও কেন সিরিয়াল ছেড়ে দিতে বাধ্য হলেন তিনি?

আরও পড়ুন : লাখের উপরে সোনা-রূপো, ধনতেরসে কত টাকার কেনাকাটা হল দেশজুড়ে? চমকে দেবে টাকার অঙ্কটা!

মুখ খুলেই বিষ্ফোরক অভিনেত্রী: জানা গিয়েছে, প্রথম দিকে তাঁকে বলা হয়েছিল, এই সিরিয়ালের (Serial) জন্য ২৫ দিন লাগবে। কিন্তু পরে মাত্র ১২ দিনের জন্য ডেট নেওয়া হয় তাঁর। সেটাও মেনে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এরপর হঠাৎ যাত্রার তারিখ নিয়ে সমস্যা দেখা দেয়। অভিনেত্রী বলেন, তাঁর যাত্রার ডেটের জন্য যদি সিরিয়ালের (Serial) ক্ষতি হত বা কথা দিয়েও তিনি শুট করতে না পারতেন, তবে তাঁর এতটা খারাপ লাগত না। একটা রক্ত মাংসের চরিত্রকে গড়ে তোলার পরিশ্রম শুধুমাত্র শিল্পীরাই বোঝেন। তারপরেও সবক্ষেত্রে তাঁদেরকেই কেন মানিয়ে চলতে হবে? প্রশ্ন তোলেন তুলিকা বসু।

আরও পড়ুন : ধনতেরসে ১১ মাসের মেয়েকে সোনা উপহার কাঞ্চনের, নেটিজেনদের প্রশ্ন, ‘ছেলেটাকে কী দিলেন?’

সিরিয়াল থেকে সরে আসতে বলায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। অভিমান ভরে তিনি বলেন, এই ইন্ডাস্ট্রি তাঁর জন্য নয়। এখানে আর কাজ করবেন না বলে ভাবছেন তিনি। কারণ তিনি হিসেব করে চলতে পারেন না, রাজনীতি জানেন না। তুলিকা বসুর কথায়, ‘এই ইন্ডাস্ট্রি আমার কাছে অচেনা লাগে। আমি সত্যিই চাইছি না ইন্ডাস্ট্রিতে কাজ করতে। তবে এটাই আমার জীবিকা। তাই কীভাবে কাটাব জানি না। যত তাড়াতাড়ি চলে যাব ততই মনে হয় ভালো’।