তুলসী গাছ বাঁচাতে মানুন এই যত্নের নিয়ম, বলছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা

Published on:

Published on:

Tulsi Tree follow these care rules to save the basil plant say plant experts

বাংলা হান্ট ডেস্ক:হিন্দু ধর্ম অনুসারে তুলসী (Tulsi Tree) হল অত্যন্ত পবিত্র গাছ। জানা যায়, বাড়িতে তুলসী গাছ (Tuisi) থাকলে ও নিয়মিত তুলসী গাছের (Basil plant) পুজো করলে সেই সংসারে কোনও বিপত্তি আসে না। মনে করা হয়, তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। তাই বাড়িতে তুলসী গাছ বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়।

তুলসী গাছ টিকছে না? যত্নে করছেন কি বড় ভুল (Tulsi Tree)

কথিত আছে তুলসী গাছ ((Tulsi Tree) বাড়িতে থাকলে সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। কিন্তু অনেক সময় দেখা যায় বারংবার এই গাছ লাগালেও গাছগুলি শুকিয়ে যায়।এই গাছগুলি শুকিয়ে যাওয়াকে অনেক সময় অশুভর কারণ হিসেবে চিহ্নিত করা হয়। আপনার বাড়িতেও যদি এরকম তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে একটু নজর রাখবেন।

এই গাছকে সজীব রাখবেন কী ভাবে?

তুলসী (Tulsi Tree) গাছে অতিরিক্ত পরিমাণে জল দেবেন না। সপ্তাহে দুদিন তুলসীগাছে জল দিলে‌ই হবে। তুলসী গাছে অতিরিক্ত জল প্রয়োজন হয় না। অথবা কাপড় ভিজিয়ে আপনি তুলসী গাছ জড়িয়ে রাখতে পারেন।

Tulsi Tree follow these care rules to save the basil plant say plant experts

আরও পড়ুন: কতক্ষণ আগে মাখাবেন নুন-হলুদ? মাছ ভাজার গোপন কৌশল জানুন…

এছাড়াও, তুলসী গাছের (Tulsi Tree) গোড়া সব সময় পরিষ্কার রাখুন। গাছের পাতা হলুদ দেখলেই তা পরিষ্কার করে নিন। এতে তুলসী গাছ বহুদিন সতেজ থাকবে। পাশাপাশি মঞ্জুরি হলে তা কাচি দিয়ে কেটে গাছ থেকে আলাদা করে দিন। এবং তুলসী গাছকে কখনোই রোদে রাখবেন না। বাড়ির যে অংশে হালকা রোদ পরে সেখানে রাখুন। দেখবেন তুলসীকাজ বহুদিন পর্যন্ত তাজা থাকবে।