সাবধান! বাড়িতে বারবার তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে? বড় বিপদ আসার আগে জানুন কীভাবে যত্ন নেবেন

Published on:

Published on:

Tulsi Tree is drying up at home take care of it like this before extreme danger comes

বাংলা হান্ট ডেস্ক: বাস্তুমতে প্রতিটি বাড়িতে একটি নির্দিষ্ট দিক ও নিয়ম মেনে তুলসী গাছ লাগানো উচিত। এ প্রতিটি দিক বা বস্তুর রয়েছে আলাদা আলাদা গুরুত্ব। যা সঠিকভাবে নিয়ম পালন না করতে পারলে আপনার সংসারে আসতে পারে কুনজর। তাই নিয়ম মেনে চলাটা একান্তই জরুরি।

এছাড়াও সব নিয়ম মেনেও দেখা যায় তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে। অনেকের মতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অশুভ বলে মনে করা হয়। এমনকি এর প্রভাব আপনার সংসারে। আপনার বাড়িতেও যদি বারংবার তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে একটু খেয়াল রাখুন কেন এমনটা হচ্ছে।

তুলসী গাছ শুকিয়ে গেলে কী হয়? (Tulsi Tree)

হিন্দু ধর্ম অনুসারে তুলসী (Tulsi Tree) হল অত্যন্ত পবিত্র গাছ। জানা যায়, বাড়িতে তুলসী গাছ (Tuisi) থাকলে ও নিয়মিত তুলসী গাছের (Basil plant) পুজো করলে সেই সংসারে কোনও বিপত্তি আসে না। মনে করা হয়, তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন। তাই বাড়িতে তুলসী গাছ বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। পাশাপাশি সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করে। কিন্তু অনেক সময় দেখা যায় বারংবার এই গাছ লাগালেও গাছগুলি শুকিয়ে যায়। এই গাছগুলি শুকিয়ে যাওয়াকে অনেক সময় অশুভর কারণ হিসেবে চিহ্নিত করা হয়। আপনার বাড়িতেও যদি এরকম তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে একটু নজর রাখবেন।

Tulsi Tree is drying up at home take care of it like this before extreme danger comes

আরও পড়ুন: এবার ২০০ টাকারও কমে কল ও ডেটা ফ্রি!তোলপাড় করা অফার আনল Jio, ঘুম উড়ল Airtel-Vi এর

১. শাস্ত্রমতে (Astrology) তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে অশু বলে মনে করা হয়। যদি এই গাছ শুকিয়ে যায় তাহলে বাড়িতে আসতে পারে বড় বিপদ। তাই তখনই সাবধান হতে হবে।

২. আপনার ঘরে যদি তুলসী গাছের রং কালো হয়ে যায় তাহলে তা দৃষ্টির ত্রুটি নির্দেশ করে।

৩. জ্যোতিষ শাস্ত্র মতে, তুলসী গাছ ও পাতার সব শুকিয়ে এবং ঝরে যায় কারণ এটি পিতৃদোষের উপস্থিতির নির্দেশ করে।

এই গাছ কীভাবে সজীব ও সতেজ রাখবেন?

তুলসী গাছ (Tulsi Tree) এমন জায়গায় বসাবেন যেখানেই পর্যাপ্ত সূর্যের আলো পৌঁছয়। তবে অতিরিক্ত রোদ গাছের জন্য ক্ষতিকারক। এছাড়াও তুলসী গাছের মাটি সবসময় ভিজে রাখতে হয়। তাই এই গাছে প্রতিদিন জল দেওয়া উচিত‌।

(Disclaimer:এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই বাংলা হান্টে-র।)