হাসিমুখেই হাসপাতালের বিছানায় শুয়ে পোজ দিচ্ছেন ইপ্সিতা! হঠাৎ কি হল অভিনেত্রীর?

বাংলা হান্ট ডেস্ক : বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। আর এই দিনেই হাসপাতালের বেডে বসে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)। পাশেই দাঁড়িয়ে তাঁরা বাবা-মা। কিন্তু আচমকা অভিনেত্রীকে এভাবে  হাসপাতালের  ড্রেসে দেখে চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা অনুরাগীরা। তাই ঈপ্সিতার (Ipshita Mukherjee) পোস্টে কমেন্ট সেকশনে সকলের একটাই প্রশ্ন কি হয়েছে ঈপ্সিতার (Ipshita Mukherjee)?

কি হয়েছে অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়ের (Ipshita Mukherjee)?

না, চিন্তার কারণ নেই আপাতত। আসলে আজ শিক্ষক দিবসে মা-বাবার উদ্দেশ্যে পোস্ট করার জন্য এই ছবি শেয়ার করলেও এই ছবিটি আসলে অভিনেত্রীর পুরনো ছবি। কিছুদিন আগে অসুস্থ হয়ে তিনি  হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঠিকই, কিন্তু এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। তাই অভিনেত্রীর এই পোস্টের সঙ্গে তাঁর অসুস্থতার কোন সম্পর্ক নেই।

কিন্তু অনুরাগীদের চিন্তা দূর করতেই এদিন টিভিনাইন বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল ঈপ্সিতার সাথে। সেখানেই সবাইকে আশ্বস্ত করে অভিনেত্রী জানিয়েছেন তিনি এখন অনেকটাই সুস্থ আছেন। আসলে তাঁর গলব্লাডার স্টোনের অপারেশন হয়েছিল কিছুদিন আগে।  তবে আগের থেকে এখন তিনি অনেক ভালো আছেন ঠিকই, কিন্তু ডাক্তার তাঁকে এখনই  সিঁড়ি ভাঙতে বারণ করে দিয়েছেন।

কিন্তু চারদিকের এই পরিস্থিতিতে উঠে দাঁড়ানোর ক্ষমতা টুকুও নেই এটা ভেবেই খুবই কষ্ট ঈপ্সিতার। এপ্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘এই সময় চারিদিকে যা ঘটছে, আমি দাঁড়াতে পারছি না এটা ভেবেই খারাপ লাগছে।’

আরও পড়ুন : ক্যাটালিস্ট কাঞ্চন! ‘খলনায়ক’ সুপ্রিয় দত্ত থেকে চিত্র নাট্যকার তাজু, ফেরাচ্ছেন পুরস্কার, ফুঁসছেন তারকারা

আর এদিন সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আর বৃহস্পতিবার যে পোস্টটা করেছি সেটা অবশ্য অন্য কারণে। আমি যখন অসুস্থ ছিলাম সেটা তখনকার তোলা একটা ছবি। হাসপাতালে ভর্তি থাকার সময়কার ছবি। শিক্ষক দিবসের দিন এই ছবিটা পোস্ট করার অর্থ হল মা-বাবাই জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। জীবনে যে পরিস্থিতিতেই থাকি না কেন মা-বাবা আমাদের পাশে সব সময় থাকে। এই বার্তাই দিতে চেয়েছি।’

এদিন হাসপাতালের বিছানায় বসে মা-বাবার সঙ্গে তোলা একটি  ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার জীবনের শিক্ষক, প্রণাম, আমাকে জন্ম দেওয়ার জন্য, প্রণাম, আমাকে সাবলীল বানানোর জন্য,প্রণাম, আমার সমস্ত ভুলে আমার পাশে থেকে ঠিক পথটা চিনতে সাহায্য করার জন্য,প্রণাম, আমার জীবনের প্রত্যেক মুহূর্তে হাসি মুখে আমাকে আগলে রাখার জন্য। তোমরা আমার শক্তি, আমার দুর্বলতা, আমার সাহস, আমার পরিচয়, আমার পৃথিবী। শুধু আজ নয়,প্রত্যেকদিনই তোমাদের।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর