মধ্যবিত্তদের জন্য খারাপ খবরঃ বাজেট ক্রস করে আকাশছোঁয়া দাম বাড়ছে টিভি, ফ্রিজ, মোবাইলের

বাংলাহান্ট ডেস্কঃ কাঁচামালের পর এবার Electronics-Gadgets, মূল্যবৃদ্ধির প্রতিযোগিতায় দাম বাড়বে এবার আপনার প্রিয় টিভি, ফ্রিজ এবং মোবাইলের। একেই লকডাউনে (lockdown) দেশের বহু মানুষ কাজ হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন। যদিও বা তারপর আবারও ঘুরে দাঁড়িয়ে স্বল্প মাইনের হলেও, বিভিন্নভাবে অর্থ উপার্জন করে সংসার চালাচ্ছেন। তবে সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাওয়া মানুষের কপালে বাড়ল আরও এক চিন্তার ভাঁজ।

একেই বর্তমান সময়ে দুর্মূল্যের বাজারে কাচা সবজির দাম আকাশছোঁয়া। কোনরকমে সংসার চালিয়ে অনেক মানুষই নিজের শখ পূরণ করার জন্য অল্প কিছু করে অর্থ সঞ্চয় করে। সেই অর্থ দিয়ে ভবিষ্যতে কেউ কেনেন পছন্দের কোন গহনা, কেউ আবার তা ব্যাংকে গচ্ছিত রাখেন, আবার কেউ বা গিয়ে ভিড় করেন Electronics-Gadgets-এর দোকানে। তবে এবার মধ্যবিত্তের জন্য এই Electronics-Gadgets কেনার স্বপ্ন অধরাই থেকে যাবে।

best electronic store in delhi1 1

প্রয়োজনীয় কাঁচামালের ঘাটতি থাকায় জানা গিয়েছে চলতি মাস থেকেই দাম বাড়তে চলেছে ওয়াশিং মেশিন, টিভি, মোবাইল ফোন এমনকি ফ্রিজেরও। লকডাউনের কারণে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানিতে সমস্যা হওয়ায় বর্তমান সময়ে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ভারতের মানুষকে।

সমীক্ষা বলছে, বিগত এক বছরে অ্যালুমিনিয়াম ধাতু এবং অপরিশোধিত তেলের দাম হুহু করে বেড়ে গিয়েছে। পাশাপাশি থাইল্যান্ড ভিয়েতনাম থেকে ভারতে আমদানীকৃত যন্ত্রাংশের উপরও জারি হয়েছে একাধিক নিয়মাবলী। সব মিলিয়ে অ্যালুমিনিয়াম ধাতুর দাম বেড়েছে ভারতের বাজারে প্রায় ৫- ১০ শতাংশ এবং অন্যদিকে প্রায় ১৬- ১৮ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম।


Smita Hari

সম্পর্কিত খবর