বাংলা হান্ট ডেস্ক: বাইক এবং স্কুটারপ্রেমীদের জন্য রইল সুসংবাদ। বাজার কাঁপাতে TVS Jupiter এমন চমক এনেছে দেখলে মাথা যাবে ঘুরে। ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপো ২০২৫ শুরু হয়েছে। আর এই প্রদর্শনীতে TVS তার চমক দেখিয়ে সকলকে বাকরুদ্ধ করেছে। কয়েক মাস আগেই এই সংস্থাটি প্রথম বিশ্বের প্রথম CNG বাইক এনেছিল। আর এবার তার থেকেও বিশেষ কিছু বাজারে এনেছে। যারা স্কুটার কেনার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এটি হতে পারে আকর্ষণীয় সময়।
TVS Jupiter বাজারে এনেছে CNG স্কুটার:
প্রায় সময় টু হুইলার এনে TVS Jupiter বাজারে সকলকে তাক লাগিয়ে দেয়। আর এবার বিশ্বে প্রথমবার CNG স্কুটার আনল এই সংস্থাটি। এই স্কুটার একইসঙ্গে সিএনজি ও পেট্রোলে চলবে। সেই সাথে এর ডিজাইন এবং ফিচার্স দেখলে গাড়িপ্রেমীদের মাথা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি স্কুটারে রয়েছে আকর্ষণীয় দাম। আপনার মনের মত দামে পেয়ে যাবেন CNG স্কুটার।
CNG স্কুটারের ডিজাইন: মূলত TVS Jupiter এই নতুন সংস্করণটি এক্সপোতে প্রদর্শনী করিয়েছে। আর CNG-র কথা মাথায় রেখে ডিজাইনও সেরকমই করা হয়েছে। এতে ১.৪ লিটার CNG ট্যাঙ্কের পাশাপাশি রয়েছে একটি ২ লিটারের পেট্রোল ট্যাঙ্ক। অর্থাৎ একসাথে দুটি সুবিধা দিচ্ছে এই স্কুটারটি।
আরও পড়ুনঃ আচমকাই “উধাও” IIT বাবা! মহাকুম্ভ ত্যাগ করলেন অভয় সিং? প্রকাশ্যে এল “আসল সত্য”
স্কুটারের কর্মক্ষমতা: জানা গিয়েছে, TVS Jupiter-র এই নতুন স্কুটার সংস্করণটি ১ কেজির CNG-তে মাইলেজ দেয় ৮৪ কিলোমিটার। অর্থাৎ এক কেজি CNG-র মাধ্যমে আপনি যেতে পারবেন ৮৪ কিলোমিটার পথ। শুধু তাই নয়, আরও জানা গিয়েছে, এই স্কুটারে ওবিডি২বি কমপ্লায়েন্ট একটি ইঞ্জিনও দেওয়া রয়েছে। যাতে রয়েছে মূলত ১২৫ সিসির বায়ো ফুয়েল ইঞ্জিন। অর্থাৎ অত্যন্ত শক্তিশালী বলা যেতে পারে এই স্কুটারকে।
এই নতুন সংস্করণ স্কুটারটির ফিচার্স কি কি: TVS Jupiter-র নতুন স্কুটারে রয়েছে অত্যন্ত স্মার্ট ফিচার্স। রয়েছে LED হেডলাইট, USB চার্জার, স্ট্যান্ড কাট অফ ও ব্লুটুথ কানেকশনের মতো নানান রকমের সুবিধা। এই স্কুটারটির বিশেষত্ব হচ্ছে, এটি মূলত তৈরি করা হয়েছে পরিবেশবান্ধবের উপর খেয়াল রাখে।
আরও পড়ুনঃ ফের ধূর্তামি চিনের! ভারতকে “জব্দ” করতে নয়া ফন্দি আঁটছে ড্রাগন, ফাঁস হয়ে গেল পরিকল্পনা
বাজারে এর দাম কত: বর্তমানে TVS Jupiter পেট্রোল সংস্করণের দাম এক্স-শোরুমে রয়েছে ৮৮,১৭৪ টাকা থেকে ৯৯,১০৫ টাকার মধ্যে। এতে করে আশা করা হচ্ছে, CNG স্কুটারে এই সংস্করণটির দামও একই থাকতে পারে। ৯০ থেকে ৯৯ হাজারের মধ্যেই হতে পারে। কিন্তু এখন দেখার বিষয় এটি লঞ্চ হলে দাম আদৌ ১ লক্ষের কম হয় কিনা।