বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ভারতের রাজপথ দাপিয়ে বেরিয়েছে দুই চাকার বাইক। তবে বাইকের সাথে পাল্লা দিয়ে আজকাল বেড়েছে স্কুটারের সংখ্যা। ভারতের বাজারে বিক্রিত হওয়া স্কুটারের মধ্যে অন্যতম Honda Activa। আজকাল অনেক মহিলা রয়েছেন যারা স্কুটার চালান। তাদের কাছে Honda Activa স্কুটারের জনপ্রিয়তা বেশ চোখে পড়ার মতো।
ভারতের বাজারে স্কুটারের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আজকাল অনেক মহিলা বাজার করতে বা স্থানীয়ভাবে যাতায়াত করার জন্য স্কুটার কিনছেন। মহিলাদের কাছে এই সেগমেন্টে অন্যতম একটি পছন্দের নাম TVS Scooty Pep Plus। বিশেষভাবে মহিলাদের কথা ভেবে তৈরি করা হয়েছে এই স্কুটার। এই স্কুটারটির ওজন মাত্র ৯৩ কেজি।
TVS Scooty Pep Plus বৈশিষ্ট্য
মহিলাদের পাশাপাশি বয়স্করাও অনায়াসে এই স্কুটার চালাতে পারেন। চারটি ভেরিয়েন্ট রয়েছে TVS Scooty Pep Plus স্কুটারের। 87.8cc BS6 ইঞ্জিন এই স্কুটারে দেওয়া হয়েছে। 5.36 bhp পাওয়ার এবং 6.5 Nm টর্ক জেনারেট করতে সক্ষম এই ইঞ্জিন। ৫০ কিলোমিটার পর্যন্ত দুর্দান্ত মাইলেজ পাওয়া যায় এই স্কুটারে। এছাড়াও এই স্কুটারে দেওয়া হয়েছে ডিজিটাল ডিসপ্লে।
চালকের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই স্কুটারের সামনে এবং পিছনের উভয় টায়ারে ড্রাম ব্রেক সহ কম্বি ব্রেক সিস্টেম রাখা হয়েছে। মোবাইল চার্জার সার্কিট, আন্ডার সিট স্টোরেজ, সাইড স্ট্যান্ড অ্যালার্ম, ডিআরএল সহ একাধিক ফিচার রয়েছে এই স্কুটারে। এই স্কুটারটির এক্স শোরুম মূল্য 65,514 টাকা। যদিও শহর ভিত্তিতে এর দাম ভিন্ন হতে পারে। এই বিষয়ে আরো জানার জন্য যোগাযোগ করুন TVS শোরুমে।