কলকাতার হাসপাতালে সন্তানের জন্ম দিল ১২ বছরের নাবালিকা! ঘটনার তদন্তে নামল পুলিশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ১২ বছর বয়সী এক নাবালিকা সম্প্রতি কলকাতার একটি হাসপাতালে জন্ম দিলেন পুত্র সন্তানের। এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এই ঘটনা প্রকাশ্যে আসার পর। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এই ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগও জানানো হয়েছে। কেউই বুঝতে পারছেন না কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে কিশোরী মা এখন সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন। সদ্যোজাত সন্তানটিকে রাখা হয়েছে ক্রিটিকাল কেয়ার ইউনিটে। এই নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, এই কিশোরীর মা ও বাবা দিল্লিতে থাকেন। দিল্লিতে মা পরিচারিকার কাজ করেন। সেখানেই একটি রঙের দোকানে কাজ করেন তার বাবা। মা- বাবার সঙ্গে প্রথম থেকে দিল্লিতেই থাকতো এই নাবালিকাটি। এরপর সে পুজোর সময় কলকাতায় আসে।

জানা যাচ্ছে, কলকাতায় আসার পর নাবালিকাটি অসুস্থ হয়ে পড়ে। তীব্র যন্ত্রণা হতে শুরু করে পেটে। এরপর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় কিশোরীটিকে। এরপর আল্ট্রাসনোগ্রাফির সাহায্যে জানা যায় যে এই নাবালিকাটি অন্তঃসত্ত্বা। মেডিকেল রিপোর্টে দেখা যায় যে এই মেয়েটি ২০ সপ্তাহ পার করে গিয়েছে। এর ফলে তার গর্ভপাত করা সম্ভব হয়ে ওঠেনি।

নাবালিকাটির দিদিমা জানিয়েছেন, “ওকে, অনেকবার জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে দিল্লিতে ওদের পাশের বাড়ির মহেশ স্যামুয়েল নামে এক ব্যক্তি ওর উপর যৌন অত্যাচার চালাতো। বাড়িতে যখন ওর বাবা-মা উপস্থিত থাকতো না তখন সে এসে অকথ্য যৌন অত্যাচার চালাত তার উপর।” পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই মুচিপাড়া থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X