নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া বগটুই, গুরুদায়িত্বে মমতার চোখে চোখ রেখে কথা বলা নগেন্দ্র ত্রিপাঠি

বাংলা হান্ট ডেস্কঃ রামপুরহাট কাণ্ড নিয়ে বর্তমানে উত্তাল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি। তৃণমূল নেতা খুন এবং তার পরবর্তী ঘটনা নিয়ে বিতর্ক বহুদূর বিস্তৃত হয়েছে। এবার সেই কান্ড-এ দেখা দিল নতুন মোড়।

সূত্রের খবর, রামপুরহাট কান্ডে এখনো পর্যন্ত মোট 22 জনকে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তার কারণে বগটুই গ্রামের মোড়ের অংশটি দড়ি দিয়ে আটকে দেওয়া হয় এবং গার্ডওয়াল দিয়ে ব্যারিকেড তুলে দেওয়া হয়। এমনকি আগুনে পুড়ে যাওয়া বাড়ি গুলিতে যাতে কেউ ঢুকতে না পারে সেই কারণে লাল টেপ এবং দড়ি দিয়ে সেই স্থান গুলিকে ঢেকে রাখা হয়েছে বলে খবর। এ ছাড়াও একাধিক ক্ষেত্রে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

যেহেতু বর্তমানে বিভিন্ন বিরোধী দলের নেতৃত্ব সেই গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে সেই কারণে এদিন ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী। এছাড়া একাধিক পুলিশকর্তারা সেখানে এসে হাজির হয়। ফলে পরিস্থিতি যে অত্যন্ত সংকটজনক তা বলতে হয়। এরই মাঝে রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন এদিন 11 জনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ফলে এই সংখ্যাটা বেড়ে হলো 22 জন।

বিরোধীরা যে চুপ করে বসে আছে তা একদম নয়। এদিন সকালবেলা ঘটনাস্থলে পৌঁছে যান মহম্মদ সেলিম। তিনি সেখানকার মানুষের সাথে কথা বলেন। বিমান বসুও পরে ঘটনাস্থলে পৌঁছে সেখানকার মানুষজনের সাথে এমনকি মৃত তৃণমূল নেতা ভাদু শেখের পরিবারের সঙ্গেও দেখা করেন। তবে আগুন লাগার ঘটনাস্থলে এদিন তাদের যেতে বাধা দেয় পুলিশ প্রশাসন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর