অন্ধকার সুড়ঙ্গের আরও গভীরে প্রবেশ করছি’, জামিয়া কাণ্ডে মুখ খুললেন টুইঙ্কল খান্না

বাংলাহান্ট ডেস্ক: নানা সময়ে নানা কারণে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা।সোশ‍্যাল মিডিয়ায় বা পথে নেমেও নিজেদের মতামত ব‍্যক্ত করেছেন। কিন্তু এইবারই তার ব‍্যতিক্রম হল। আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, তাপসী পান্নু, অনুরাগ কাশ‍্যপ, মহেশ ভাটরা দিল্লির জামিয়া কাণ্ডের প্রতিবাদে সরব হলেও খানেরা সহ বলিউডের প্রথম সারির অভিনেতারা এখনও মুখে কুলুপ এঁটেই রয়েছেন। এমনকি নীরব রয়েছেন অক্ষয় কুমারও। কিন্তু মুখ খুলতে দেখা গেল তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাকে। CAA ও NRC নিয়ে আগেই সরব হয়েছিলেন। এবার জামিয়া প্রসঙ্গে বললেন, ‘অন্ধকার সুড়ঙ্গের আরও গভীরে প্রবেশ করছি।’

images 18 3
জামিয়া পড়ুয়াদের ওপর পুলিসের লাঠিচার্জের প্রতিবাদ করে সম্প্রতি টুইট করেছেন টুইঙ্কল। গত সপ্তাহের নাগরিকত্ব সংশোধনী আইন পাশের প্রসঙ্গ টেনে লিখেছেন, ‘হিংসাত্মক ভাবে পড়ুয়াদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। অন্ধকার সুড়ঙ্গের আরও গভীরে প্রবেশ করছি আমরা। আমি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ভারতের পক্ষে যেখানে শান্তিপূর্ণ ভাবে বসবাস করা আমাদের সাংবিধানিক অধিকার।’

https://www.instagram.com/p/B6K9YihFwli/?igshid=19spur2vdvvnz

গত সপ্তাহেও CAA নিয়ে সরব হয়েছিলেন টুইঙ্কেল। তবে এই বিষয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি অক্ষয়কে। উপরন্তু জামিয়ার পড়ুয়াদের উদ্দেশ‍্য করে বানানো একটি ভিডিয়োয় লাইক করায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। এমনকি ‘মেরুদন্ডহীন’ বলেও কটাক্ষ করা হয় অভিনেতাকে। এই মন্তব‍্যকে সমর্থন জানান পরিচালক অনুরাগ কাশ‍্যপও। তবে অক্ষয় জানান, ভুল করেই ওই ভিডিয়োতে লাইক করে ফেলেছিলেন তিনি।
এই ঘটনার কিছুদিন পরেই দ্বিতীয় টুইটটি করেন টুইঙ্কল। তবে এর আগে জাতীয়তাবাদ প্রসঙ্গে অক্ষয় জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন দেশকে তিনি কী দিতে পেরেছেন তার ওপর।

Niranjana Nag

সম্পর্কিত খবর