ছেলে তাঁর নম্বর ‘পুলিশ’ বলে সেভ করেছে! ফাঁস করলেন টুইঙ্কল

বাংলাহান্ট ডেস্ক: প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কল খান্নার ‘হিউমর সেন্স’এর ব্যাপারে কে না জানেন?  যেকোনও বিষয়ে মজার মাধ্যমে নিজের মতামতটা স্পষ্ট করতে তাঁর জুড়ি নেই। স্বামী অক্ষয়ও একইরকম। যাকে বলে ‘মেড ফর ইচ আদার’। এবার জানা গেল অক্ষয় ও টুইঙ্কলের ছেলে আরভও হয়েছে একেবারে মায়ের মতোই। তাঁরও হিউমর সেন্সও বেশ ভালই। নাহলে নিজের মায়ের নম্বর কেউ ‘পুলিশ’  বলে সেভ করে রাখে!

Twinkle Khanna 1

হ্যাঁ ঠিকই পড়েছেন। টুইঙ্কলের ফোন নম্বর ‘পুলিশ’ বলে সেভ করে রেখেছেন আরভ। আর এই কথা জানিয়েছেন খোদ টুইঙ্কলই। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ছেলের এই কীর্তির কথা জানিয়েছেন তিনি। সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “যেহেতু আমার ছেলে আমার নাম পুলিশ বলে সেভ করে রেখেছে, আমার মনে হয় এই ছবিটাই বেশি ভাল মানাবে।” ছবিতে দেখা যাচ্ছে, দুহাতের মাসল ফুলিয়ে একটি পুলিশের গাড়ির সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিটি সমভবত তাঁদের জার্মানি  বা সুইজারল্যান্ড ভ্রমণের সময় তোলা।

https://www.instagram.com/p/B7nEa-glbD7/?utm_source=ig_web_copy_link

বলা বাহুল্য, টুইঙ্কলের এই পোস্টে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা। একের পর এক মজার কমেন্টে ভরে গিয়েছে তাঁর পোস্ট। কেউ লিখেছেন, এটা কনট্যাক্ট ফটো হলে বেশি মানাবে। আবার কেউ বা মজা করে পরামর্শ দিয়েছেন, আরভ মায়ের নম্বর সুপ্রিম কোর্ট ও বাবার নম্বর হাইকোর্ট বলে সেভ করে রাখুক। কয়েকজন মহিলাও নিজেদের সন্তানের কীর্তির কথা শেয়ার করেছেন। একজন বলেছেন, তাঁর ছেলে তাঁর নম্বর ‘জন্মদাত্রী’ বলে সেভ করে রেখেছে। তিনি কেমন ভাবে পোজ দেবেন তাই ভাবছেন।

https://www.instagram.com/p/B7az4zxlxcA/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নানা মজাদার পোস্ট করেন টুইঙ্কল। কিছুদিন আগে তাঁদের বিবাহবার্ষিকীতে অক্ষয় তাঁর ছবির চরিত্র ‘পক্ষীরঞ্জন’-এর মতো সেজে টুইঙ্কলের সঙ্গে পোজ দিয়েছিলেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেন অক্ষয়। আবার পেঁয়াজের অগ্নিমূল্যের সময় নিজের বাড়িতে পেঁয়াজ ছাড়াই রান্না করবেন বলেও একটি মজার পোস্ট করেছিলেন টুইঙ্কল খান্না।

Niranjana Nag

সম্পর্কিত খবর