বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেটার থেকে রাজনীতিতে পা রাখা গৌতম গম্ভীর (Gautam Gambhir) মঙ্গলবার ট্যুইটারে নিজের সমর্থকদের সাথে কথা বলেন। উনি রাজনীতিতে এক বছর পূরণ করার অবসরে ‘আমাকে যা খুশি জিজ্ঞাসা করো” ইভেন্টের আয়োজন করেন। আর সেই সময় #AskGG পোস্ট করে গৌতম গম্ভীরকে প্রশ্ন করেন।
ট্যুইটারে একজন ইউজার ক্রিকেটার গৌতম গম্ভীরকে জিজ্ঞাসা করেন যে, তিনি এত পাকিস্তান (Pakistan) বিরোধিতা কেন করেন? ট্যুইটার ইউজারের প্রশ্নের জবাবে গৌতম গম্ভীর লেখেন। ‘আমি পাকিস্তান বিরোধী না! আমার মনে হয় না কোনও ভারতীয়ই পাকিস্তান বিরোধী। কিন্তু যখন আমাদের সেনা জওয়ান আর অন্য কারোর জীবনের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তখন আমি কেনও, সবাই একদিকেই যায়।”
গৌতম গম্ভীর ২০১৯ সালে ভারতীয় জনতা পার্টিতে নাম লেখান। উনি পূর্ব দিল্লী আসন থেকে লোকসভার নির্বাচনে লড়েছিলেন আর কংগ্রেসের প্রার্থী অরবিন্দ সিং লাভলি এবং আম আদমি পার্টির প্রার্থী আতিশি কে হারিয়ে জয় হাসিল করে নেন। গৌতম গম্ভীর হামেশাই ট্যুইটারে পাকিস্তানের সমালোচনা করেন। এপ্রিল মাসে গম্ভীর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে কাশ্মীর ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য উচিৎ শিক্ষা দিয়েছিলেন।
শাহিদ আফ্রিদি ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর জবাবে গৌতম গম্ভীর বলেছিলেন, ‘আফ্রিদি, ইমরান আর বাজওয়ার মতো জোকার পাকিস্তানিদের বোকা বানানোর জন্য ভারত আর ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হামেশাই বিষ উগড়ে যায়, কিন্তু যতই চেষ্টা করুক, কাশ্মীর কোনওদিনও পাবেনা ওঁরা।”