Ekchokho.com 🇮🇳

পোলট্রি ফার্মে তুলে নিয়ে গিয়ে… কসবা কাণ্ডের মাঝেই ফের গণধর্ষণ রাজ্যে! গ্রেফতার ২

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কসবা কাণ্ডের জেরে কোণঠাসা রাজ্য সরকার। কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের (Gang Rape) ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতার নাম। এ নিয়ে যখন বিভিন্ন মহলে তোলপাড় চলছে তখনই ফের গণধর্ষণের (Gang Rape) ঘটনা ঘটে গেল রাজ্যে। রাতের অন্ধকারে পোলট্রি ফার্মে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হল গৃহবধূকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে।

কাটোয়া গণধর্ষণ (Gang Rape) কাণ্ডে গ্রেফতার দুজন

ঘটনা কাটোয়া থানার পাঁজোয়া গ্রামের। বুধবার রাতে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে। ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুলাল সেখ এবং বজরুল সেখকে। পুলিশ সূত্রে খবর, ওই গৃহবধূ বুধবার কাটোয়া আদালতে একটি দাম্পত্য কলহ সংক্রান্ত মামলার কাজ সেরে ফিরছিলেন। রাত সাড়ে আটটা নাগাদ পাঁজোয়া বাসস্ট্যান্ড থেকে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি।

Two arrested in katwa gang rape case

বুধবার অভিযোগ জানান নির্যাতিতা: অভিযোগ, সে সময় পাশের নতুনগ্রামের বাসিন্দা দুলাল সেখ এবং বজরুল সেখ তাঁকে তুলে নিয়ে গিয়ে পোলট্রি ফার্মের কাছে গণধর্ষণ (Gang Rape) করে। রাতে বাড়ি ফিরে সমস্ত ঘটনা নিজের স্বামীকে জানান নির্যাতিতা গৃহবধূ। ওই রাতেই কাটোয়া থানায় অভিযোগ জানাতে যান তাঁরা। নির্যাতিতার অভিযোগ পেয়েই গভীর রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ।

আরো পড়ুন : ‘মমতাকে হারাতে হবে, ভাইপোকে জেলে পুরতে হবে’, ২৬-এর লড়াইয়ের জন্য শপথ গ্রহণ শুভেন্দু অধিকারীর

আদালতে তোলা হয় ধৃতদের: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুজনের বিরুদ্ধে ধর্ষণের (Gang Rape) অভিযোগ দায়ের হয়েছে। তারা দুজনেই নতুনগ্রামের বাসিন্দা এবং নির্যাতিতার পূর্ব পরিচিত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের। পাশাপাশি গোপন জবানবন্দির জন্য নির্যাতিতাকেও ডেকে পাঠানো হয় বলে খবর।

আরো পড়ুন : BanglaHunt Exclusive: ‘কে বলেছে ভুয়ো!’ রাজ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, বাংলাহান্টকে জানালেন শান্তনু সেন

কসবা আইন কলেজের ঘটনায় গ্রেফতার হয়েছে তিন অভিযুক্ত। পুলিশ তদন্তে নামতে একের পর এক অভিযোগ উঠে আসছে মূল অভিযুক্তের বিরুদ্ধে। প্রতিবাদে ঝড় উঠছে বিভিন্ন মহলে। তবুও ধর্ষণের ঘটনা থেমে নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা বারংবার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে নারী নিরাপত্তাকেই।