বাংলা হান্ট ডেস্কঃ আরও বিপাকে বিতাড়িত তৃণমূল নেতা শেখ শাহজাহান (Shahjahan Sheikh)। সিবিআই (CBI) এর পর শাহজাহানকে সম্প্রতি হেফাজতে নিয়েছে ইডি। আর এবার সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ়’ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorates)।
সূত্রের খবর, শাহজাহানের একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করতে চেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল ইডি। পাশাপাশি মৎস ব্যবসায়ী শাহজাহানের মাছ ব্যবসা সংক্রান্ত সংস্থা ‘মেজার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাই ওনলি’-র একটি অ্যাকাউন্টও ফ্রিজ় করা হয়েছে বলে জানা যাচ্ছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি সূত্রে খবর, শাহজাহান শেখের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে। যার মাধ্যমে ১৩৭ কোটি টাকার লেনদেনের তথ্য প্রাথমিকভাবে ইডির হাতে এসেছে। পাশাপাশি অভিযুক্তর প্রায় ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বর্তমানে ইডির স্ক্যানারে। সেই সমস্ত অ্যাকাউন্টের লেনদেনও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ইডির দাবি, আরও অতিরিক্ত ওই ১৫ টি অ্যাকাউন্টের মাধ্যমেও কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে। শাহজাহানের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য চেয়েছে ইডি। সেগুলি হাতে এলে তদন্তে আরও নতুন তথ্য বেরিয়ে আসতে পারে। আগেই ইডি
দাবি করেছিল, নিজের মাছের ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করতেন শাহজাহান।
আরও পড়ুন: ‘তৃণমূলকে হারাতে কুণাল ইনপুট পাঠাচ্ছে’, প্রকাশ্যে TMC মুখপাত্রকে ‘ধন্যবাদ’ বিজেপি নেতার
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান, শাহজাহান প্রথমে নগদ টাকা কোনও ব্যক্তি বা সংস্থাকে দিতেন। এরপর সেই টাকাই ব্যাঙ্কের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে জমা করাতেন ওই ব্যক্তি বা সংস্থা দিয়ে। আর এভাবেই দুর্নীতি, কুকীর্তির কালো টাকা সাদা করতেন শাহজাহান।