বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করেছে। রেপো রেট বৃদ্ধির পরই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক ফিক্সড ডিপোজিট এর ওপর সুদের হার বৃদ্ধি করেছে। সাধারণ মধ্যবিত্ত মানুষ সুনিশ্চিত বিনিয়োগের মাধ্যমে হিসেবে বেছে নেন স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটকে। ব্যাংকগুলি প্রবীণ নাগরিকদের সাধারণ সুদের হারের থেকে সাধারণত বেশি সুদ দিয়ে থাকে। আপনিও যদি আপনার বিনিয়োগের মাধ্যমে উচ্চ হারে সুদ গ্রহণ করতে চান তাহলে বেছে নিতে পারেন সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক এবং ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংককে।
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক: ফিক্সড ডিপোজিটের সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক। গত ৬ ডিসেম্বর থেকে এই ব্যাংকে নতুন সুদের হার প্রযোজ্য হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাংক মোটা সুদ অফার করছে। ২ কোটি টাকার কম স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক ৯.২৬ শতাংশ হারে সুদ দিচ্ছে। এই ব্যাংক ১৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট এর উপর বিশেষ এই অফার শুরু করেছে। সাধারণ মানুষ এই স্কিমে টাকা গচ্ছিত রাখলে ৯.০১ শতাংশ হারে সুদ পাবেন। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের জন্য এই ব্যাংক সর্বোচ্চ ৯.২৬ শতাংশ হারে সুদ দিচ্ছে।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট এর উপর সুদের হার বৃদ্ধি করেছে। ৪.৫ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত সুদের হার রেখেছে এই ব্যাংক। এই ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, প্রবীণ নাগরিকদের যথাক্রমে ১৮১ এবং ৫০১ দিনের স্থায়ী আমানতের উপর ৯ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ১৮১ দিনের মধ্যে স্থায়ী আমানতে অন্যান্য সাধারণ মানুষ ৮.৫০ শতাংশ হারে সুদ পাবেন। বলে রাখা ভাল ইউনিটি ব্যাংক একটি তপশিলি বাণিজ্যিক ব্যাংক।
এই দুই ব্যাংক ছাড়াও ফিক্সড ডিপোজিট এর উপর সুদের হার বাড়িয়েছে অন্যান্য সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি। ইন্ডাসইন্ড ব্যাংক ফিক্সড ডিপোজিট এর উপর প্রবীণ নাগরিকদের সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। অন্যান্যদের ক্ষেত্রে এটি ৭.২৫ শতাংশ। এছাড়া, দেশের অন্যতম বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফিক্সড ডিপোজিট এর উপর সাধারণ নাগরিকদের সুদ দিচ্ছে ৭ শতাংশ হারে। প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাংক। এছাড়াও সুপার সিনিয়র সিটিজেন নাগরিকদের ৭.৭৫ শতাংশ হারে ফিক্সড ডিপোজিট এর উপর সুদ দিচ্ছে পিএনবি।