‘আমাদের বাঁচান স্যার” গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে হাত জোড় করে থানায় আত্মসমর্পণ দুই কুখ্যাত অপরাধীর

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি উত্তরপ্রদেশে বিপুল পরিমাণ ভোটে জয়লাভের ফলে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই রাজ্য আইনের শাসন কায়েম করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন এবং এরপর থেকেই একের পর এক অপরাধীদের গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে আত্মসমর্পণ করতেও দেখা যায়। এবারও সেই একই দৃশ্যের সাক্ষী থাকলো উত্তরপ্রদেশের মুজাফফরনগর এলাকা, যেখানে দুই কুখ্যাত অপরাধীদের গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পুলিশ থানায় আত্মসমর্পণ করার ভিডিও ভাইরাল হয় এদিন।

পুলিশ সূত্রে খবর, এদিন উত্তরপ্রদেশের দুই কুখ্যাত অপরাধী থানায় এসে হাজির হয়। সেই সংক্রান্ত একটি ভিডিও বর্তমানে প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে সেই দুই অপরাধী এক পুলিশ আধিকারিক-এর সামনে দাঁড়িয়ে রয়েছে। এরপর তারা দুই হাত জোড় করে প্রার্থনা করতে থাকে।

তারা বলে যে, “আমাদের বাঁচান স্যার। আমাদের বাড়ীতে ছোট ছোট বাচ্চা রয়েছে। আমরা কখনো আর কোনরকম অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকব না। এরপরও যদি কোন রকম অপরাধ আমরা করি, তাহলে হয় আমাদের জেলে পুরে দেবেন নয়তো গুলি করে মেরে দেবেন।”

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই সকলে উত্তরপ্রদেশ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকে যেভাবে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করে চলেছেন, তা অত্যন্ত গর্বের বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেভাবে একের পর এক অপরাধীরা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে চলেছে, তা উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন এবং সরকারের বিরাট সাফল্য বলে মনে করা হচ্ছে। এদিন মুজাফফরনগরের শানপুর থানায় এই দুই অপরাধীরা আত্মসমর্পণ করতে আসলে তাদের উদ্দেশ্যে পুলিশ আধিকারিক বলেন, “তোমরা প্রতিদিন থানায় এসে হাজিরা দিয়ে যাবে আর কোন রকম অপরাধের সঙ্গে যুক্ত থাকবে না।”


Sayan Das

সম্পর্কিত খবর