বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) একটা বড় চিন্তায় ভুগছে। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) চ্যালেঞ্জ। দেশের মাটিতে আয়োজিত ওই টুর্নামেন্ট জিততে না পারলে কড়া সমালোচনার মুখোমুখি হতে হবে তাদের। কিন্তু তার আগে একাধিক সমস্যায় ভুগতে হচ্ছে ভারতীয় দলকে। রোহিত শর্মার (Rohit Sharma) দলের সাম্প্রতিক ওডিআই ফর্ম খুব একটা প্রশংসার নয়।
এমন অবস্থায় ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে আক্রমণ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আয়ারল্যান্ড সফরে বিশ্রামে রয়েছেন দ্রাবিড়। চলতি মাসের শেষ থেকেই এশিয়া কাপে ভারত যখন মাঠে নামবে তিনি আবার দলের সঙ্গে যোগ দেবেন। এশিয়া কাপ শেষ হওয়া মাত্র শুরু হয়ে যাবে বিশ্বকাপের খেতাব দখলের লড়াই। তার আগে দ্রাবিড়কে চূড়ান্ত সতর্কবাণী শোনালেন জুনিয়র শাহ।
কি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে?
মায়ামী, ফ্লোরিডায় দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসে ছিলেন বিশেষ সচিব। জানা গিয়েছে প্রায় দু’ঘণ্টা ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের অংশ ছিলেন তারা। বৈঠকে কি আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আসেনি কিন্তু এটা বোঝা যাচ্ছে যে রাহুল দ্রাবিড় এই বৈঠকের পর অত্যন্ত বেশি চাপে পড়ে গিয়েছেন?
আরও পড়ুন: প্রিয় সংবাদমাধ্যমই ছড়িয়েছে মিথ্যা খবর! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ বিরাট কোহলির
বিশ্বকাপ না জিতলে কি হতে পারে?
জানা গিয়েছে ভারতীয় দল যদি বিশ্বকাপ জিততে না পারে তাহলে সেই ঘটনার ফল ভুগতে হবে প্রাক্তন ভারতীয় কিংবদন্তি এবং বর্তমান ভারতীয় কোচকে। অক্টোবর থেকে নভেম্বর মাস অবধি আয়োজিত হতে চলা ওডিআই বিশ্বকাপের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য এই বৈঠক আয়োজন করা হয়েছিল বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে অবসর ভেঙে ফিরলেন ২ ক্রিকেটার! ভয়ে কাঁপবে রোহিত শর্মার দল
রাহুল দ্রাবিড়ই দোষী?
ভারতীয় দলের সাম্প্রতিক এশিয়া কাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ব্যর্থতার জন্য একা রাহুল দ্রাবিড়কে দোষ দেওয়া যায় না, কথাটা ঠিক। কিন্তু তিনি হলেন ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কোচ। রবি শাস্ত্রীকে সরিয়ে যখন তাকে দায়িত্বে আনা হয়েছিল তখন তার ওপর আশা ছিল প্রবল। আপাতত সেই আসার সামান্যও পূরণ হয়নি। বিশ্বকাপ জিতে সমালোচকদের মুখ বন্ধ না করতে পারলে কোচ রাহুল দ্রাবিড়ের কেরিয়ার এখানেই শেষ হওয়ার আশঙ্কাও থাকছে।