হিন্দি গানের তালে জমিয়ে নাচ ভারতীয় সেনা জওয়ানের, তুমুল ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
এই ভাইরাল ভিডিওর দৌলতেই রাতারাতি বিখ‍্যাত হয়ে যায় বহু মানুষ। কেউ গেয়ে আবার কেউ নেচে, নানা প্রতিভা দেখিয়ে সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন উদাহরণ রয়েছে প্রচুর। সম্প্রতি এমনই আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

IMG 20200625 125159
এবার ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যা দেখে মন ভরে গিয়েছে সকলের। ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান উপহার দিয়েছেন এক অসাধারন নাচের ভিডিও। ভিডিওর প্রথমেই দেখা গিয়েছে, একজন জওয়ান নিখুঁত সামারসল্ট দিলেন। তারপর শুরু হল তাঁর নাচ। জনপ্রিয় হিন্দি গানের তালে তালে তুখোড় নাচলেন তিনি। ওই জওয়ানের নাচ দেখে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা। অনেকেই মন্তব‍্য করেছেন, এমন প্রতিভা থাকা সত্ত্বেও তাঁরা দেশের জন‍্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন।

https://www.facebook.com/100000949263712/posts/4079878052053797/?sfnsn=wiwspwa&d=w&vh=i&d=w&vh=i&extid=4ZHTs7Ktgv5QYZIc

প্রসঙ্গত, এর আগেও ভাইরাল হয়েছে ভারতীয় সেনা জওয়ানদের গানের ভিডিও। নিজেদের কর্তব‍্য করেও তাঁদের মধ‍্যে অনেকেই প্রতিভাকে জিইয়ে রেখেছে। সেই সব ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। একটি ভিডিওতে দেখা গিয়েছিল, এক জওয়ান গিটার বাজাচ্ছেন ও অপরজন গাইছেন গান। জনপ্রিয় হিন্দি গান ‘দিল দে দিয়া হ‍্যায়, জান তুঝে দেঙ্গে’ গেয়ে শোনান তিনি।
জওয়ানের উদাত্ত, মধুর কণ্ঠে গান শুনে অবাক হয়ে গিয়েছে নেটজনতা। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওটি।

Niranjana Nag

সম্পর্কিত খবর