বাংলা হান্ট ডেস্কঃ শনিবার কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি দীপঙ্কর দত্ত। অনুষ্ঠানে বিশেষ অথিতি রূপে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (Chief Justice Of Calcutta High Court), হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এস পি তালুকদার সহ আরও অনেকে।
‘সততা’ ও ‘ঔদ্ধত্য’ নিয়ে দুই বিচারপতির মন্তব্য
আর সেই অনুষ্ঠানেই উঠে এল বিচারক বা বিচারপতিদের সততার প্রসঙ্গ। দুই বিচারপতির মুখেই যেন ধরা দিল একই কথা। হঠাৎ নিজের কথায় বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, ‘বিচারপতিরা সত্ হবেন, সেটাই স্বাভাবিক। তবে সম্প্রতি যেভাবে বিচারপতিদের সৎ- অসত্ বলে লেবেল লাগিয়ে দেওয়া হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
কার দিকে নিশানা?
কিছুটা একই কথা শোনা যায় বিচারপতি তালুকদারের মুখেও। তিনি আবার বলেন, ‘বিচারপতি সততার কথা বলে ঔদ্ধত্য দেখিয়ে ফেলছেন।’ এখানেই অনেকে মনে করছেন এইভাবে সততার প্রসঙ্গ তুলে কী দুই বিচারপতিই হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন? আইনজীবী মহলের একাংশের মতে কিন্তু তেমনটাই।
আরও পড়ুন: শেষ রক্ষা হল না! কালীঘাটের কাকুকে নিয়ে বিরাট নির্দেশ দিল আদালত, এবার ফাঁসবেন ‘এই’ ব্যক্তিরা
যদিও দুই বিচারপতির কেউই কারও নাম উল্লেখ না কররেই সততা নিয়ে মন্তব্য করেন। প্রসঙ্গত, গত বছর ধরে একাধিক দুর্নীতির মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। একাধিক মামলায় আদালতে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারের ভূমিকা। অনেক মামলাতে বিচারকদের সততা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার কোনো কোনো মামলার প্রেক্ষিতে বিচারপতিদের সততা নিয়ে প্রশ্ন করতে দেখা গিয়েছে অন্য বিচারপতিকেও। মনে করা হচ্ছে এদিন এই প্রসঙ্গেই মন্তব্য করেন দুই বিচারপতি।