গৃহকর্তৃকে মারধর করে দু-মাসের কন্যাসন্তানকে অপহরণ!

বাংলা হান্ট ডেস্কঃ ঘর দুপুরে ছোট্ট শিশুকন্যাকে নিয়ে উধাও দুষ্কৃতীরা। শহর কলকাতার বেলেঘাটায় ঘটনাটি ঘটেছে। বাড়ির কলিং বেল বাজিয়ে ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। অভিযোগ, ঘরের মধ্যে থাকা মহিলা, নাম সন্ধ্যা জৈনকে বেধড়ক মারধর করে তাঁর কোলের সন্তানকে কেড়ে নিয়ে পালিয়ে যায় এক দুষ্কৃতী।

WhatsApp Image 2020 01 26 at 03.48.20

পারিবারিক সূত্রে খবর, সেই সময় ছাদে জামাকাপড় মেলতে গিয়েছিলেন ওই বাড়ির আয়া। এদিকে ওই একই সময় আবাসনের নিরাপত্তারক্ষীও ছিলেন না পাহাড়ার। ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছিলেন। সেই সুযোগেই আবাসনের ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীটি। কলিং বেল বাজিয়ে বলা হয় নাকি ছাদের চাবি চাইছে আয়া। দরজা খুলে দেন গৃহকর্তৃ। ব্যাস, বিপদ সম্মুখে এসে দাঁড়ায়।

মহিলাকে বেধড়ক মারধর করে দুই মাসের কন্যাসন্তানকে তুলে নিয়ে যায় ওই যুবক। আবাসন থেকে বেরানোর সময়ও নিরাপত্তারক্ষী তখনও না আসায় তাকে ধরা সম্ভব হয় না। এরপর স্বামীকে জানায় ঘটনাটি। বেলেঘাটা থানায় সমস্ত বিষয়টি জানানো হয়েছে। এখনও পর্যন্ত শিশুটির খোঁজ পাওয়া যায়নি।

পুলিশের সন্দেহ, দুষ্কৃতী ওই যুবক কীভাবে জানতে পারল ঘরের আয়াটি ছাদে কাপড় মেলতে গিয়েছে। ছাদের চাবির কথা না বললে হয়তো হঠাত্ করে সন্ধ্যাদেবী দরজাটি খুলে দিতেন না। আবাসনের কেউ শত্রুতা করেই এ কাজ করিয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিশ। এদিকে সন্তানকে চোখের আড়াল করে মা সন্ধ্যাদেবী এখন দিশাহারা হয়ে পড়েছেন।

 

 

 

 

সম্পর্কিত খবর