বাংলাহান্ট ডেস্ক : বাংলায় ফের আতঙ্ক তৈরি করছে নিপা ভাইরাস (Nipah Virus)। এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করে বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজন নার্সকে। কল্যাণী এইমসে নমুনা পরীক্ষা করে নিপা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি দুই নার্স
জানা গিয়েছে, আক্রান্ত দুই নার্সের একজনের বাড়ি নদিয়া এবং অপরজনের বাড়ি কাটোয়াতে। স্বাস্থ্য ভবনের হাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী, এই দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত বলেই সন্দেহ করা হচ্ছে এখনও পর্যন্ত। কল্যাণী এইমসে নমুনা পাঠানো হয়েছে তাদের। সেই রিপোর্ট এসে পৌঁছেছে স্বাস্থ্য ভবনের কাছে।

একাধিক হাসপাতালে ঘুরেও হয়নি লাভ: রিপোর্ট অনুযায়ী, একজন পুরুষ এবং একজন মহিলা নার্স নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত হয়েছেন বলে এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে খবর। জানা গিয়েছে, বারাসতের যে বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন সেখানেই তাঁরা কর্মরত ছিলেন। দুটি হাসপাতাল ঘুরেও অবস্থার কোনও উন্নতি হয়নি। তারপরেই আনা হয় ওই হাসপাতালে।
আরও পড়ুন : MBBS-এর পর UPSC-র প্রস্তুতি! ৩৫ র্যাঙ্ক করেও হননি IAS, চমকে দেবে শ্রেয়াকের কাহিনি
পরিস্থিতি সঙ্কটজনক: জানা যাচ্ছে, কাটোয়ার বাড়িতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন নার্স। ৩১ ডিসেম্বর কাটোয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পরেও অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানে দুদিন আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি খারাপ হতে বারাসতের বেসরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে ভর্তি করা হয় তাঁকে। বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন ওই নার্স।
আরও পড়ুন : ভোল বদলাচ্ছে ইএম বাইপাস, পথ নিরাপত্তা বাড়াতে নতুন দুই সাবওয়ের ভাবনা কেএমডিএ-র
অপর পুরুষ নার্সেরও একই উপসর্গ থাকায় তাঁকেও রাখা হয়েছে ভেন্টিলেশনে। দুজনেরই অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, নিপা ভাইরাস মারণ রোগের বাহক, নোটিফায়েবল ডিজিজ হওয়ায় কেন্দ্রীয় সরকারকে জানাতে হয়। স্বাস্থ্য ভবনের তরফে পাঠানো হয়েছে তথ্য। এরপর কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা রিপোর্ট বিশ্লেষণ করে নিশ্চিত করবেন।












