গ্রাহকদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে গেল Jio-র সবথেকে সস্তার দুটি প্ল্যান

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নিজেদের ব্যবসায়িক টেকনিকে এবার কিছুটা বদল আনছে রিলায়েন্স জিও (Jio)। VI, Airtel কোম্পানির মত এবার নিজেদের পরিষেবা মূল্য কিছুটা বাড়াতে চলেছে জিও। বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে জিওর ৩৯ ও ৬৯ টাকা মূল্যের দুটি রিচার্জ প্ল্যান।

ব্যবসার দিক থেকে টেলিকম কোম্পানির মধ্যে প্রথম স্থানে থাকা জিও এবার বাজার থেকে তাঁদের সর্বাপেক্ষা সস্তা দুটি প্ল্যান তুলে নিচ্ছে। যার ফলে এই প্ল্যান ব্যবহার করা বহু মানুষ সমস্যায় পড়তে চলেছে।

করোনা আবহে মানুষের আর্থিক সংকটের কথা বিবেচনা করেই এই সস্তার প্ল্যান দুটি চালু করেছিল জিও। যেখানে ৩৯ টাকার রিচার্জে পাওয়া যেত দৈনিক ১০০ এমবি ডেটা ও ১০০ এসএমএস ও অফুরন্ত ভয়েস কলিং। আর অন্যদিকে ৬৯ টাকার রিচার্জে পাওয়া যেত ০.৫ জিবি ডেটা, ১০০ Sms ও অফুরন্ত ভয়েস কলের সুবিধা। দুটি প্ল্যানের ক্ষেত্রেই বৈধতা ছিল ১৪ দিন।

আর্থিক সংকটে থাকা মানুষের কাছে এই প্ল্যান খুবই সহজলভ্য ছিল। বহু অভাবি মানুষ এই প্ল্যান ব্যবহার করে তাঁদের প্রয়োজনে অপ্রয়োজনে ফোনে কথা বলতে পারতেন। কিন্তু বর্তমান সময়ে জিও এই প্ল্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায়, সমস্যায় পড়তে পারে বহু মানুষ।

ইতিমধ্যেই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন থেকে এই দুটি প্ল্যান সরিয়ে দেওয়া হয়েছে। যার ফলে চাইলেও আর কেউ এই প্ল্যানের সুবিধা নিতে পারবেন না। এই বিশেষ অফারটি ছিল আবার ‘Buy One Get One Free’ও। অর্থাৎ একটি রিচার্জের সঙ্গে আরও একটি রিচার্জের সুবিধা পেতেন গ্রাহকরা। কিন্তু জিওর পক্ষ থেকে এই প্ল্যান বন্ধ করায় সমস্যায় পড়বেন হাজার হাজার গ্রাহকরা।

সম্পর্কিত খবর

X